×

খেলা

জাগালো-বেকেনবাওয়ারের পাশে দেশ্যাম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ০১:২৫ পিএম

জাগালো-বেকেনবাওয়ারের পাশে দেশ্যাম!
তারকায় ভরপুর ফ্রান্স সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে। আর মাত্র একটি ম্যাচ জিতলেই দীর্ঘ ২০ বছর পর ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ফরাসিরা। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা যদি রাশিয়া বিশ্বকাপের শিরোপা সত্যিই জিতে তাহলে অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যাম। ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রেঞ্চ বেকেনবাওয়ারের পর ফুটবলার এবং কোচ হিসেবে শিরোপা জিততে সক্ষম হবেন তিনি। তবে গ্রিজম্যান-এমবাপ্পেরা ৪৯ বছর বয়সী এ ফুটবল কিংবদন্তিকে সেই গৌরবের খাতায় নাম লেখাতে হলে ফাইনালে জিততে হবে। রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ফ্রান্সের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছিল ফুটবল বিশ্লেষকরা। আর দিদিয়ের দেশ্যামের শিষ্যরা ইতোমধ্যেই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণও করে দিল। তবে এখনো আরেকটি পরীক্ষা বাকি রয়েছে। রাশিয়ার লুজনিয়াকি ফুটবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের পরই সব নিশ্চিত হয়ে যাবে। এদিন জিতলেই দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে হুগো লোরিসরা। আর সেই সঙ্গে রেকর্ডের খাতায় নিজের নামটি লেখাবেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশ্যাম। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন ফুটবলার এবং কোচ হিসেবে শিরোপা জিততে সক্ষম হয়েছেন। সর্বপ্রথম যিনি এ কৃতিত্ব গড়েন তিনি হলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালো। ১৯৫৮ সালের ব্রাজিলের প্রথম শিরোপা জয়ী দলের স্কোয়াডে ছিলেন তিনি। তবে এখানেই শেষ নয় ১৯৬২ সালেও ব্রাজিলকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছিলেন জাগালো। এরপর ফুটবল থেকে অবসর নিয়ে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেন। তার অধীনে ১৯৭০ সালের শিরোপা জিতে জুলেরিম ট্রফি চিরদিনের জন্য নিজেদের করে নেয় লাতিন আমেরিকার দলটি। এ ছাড়া ১৯৯৮ সালে দলকে রানারআপ করেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফুটবলার এবং কোচের দায়িত্বে থেকে শিরোপা জিততে সক্ষম হয়েছেন জার্মানির ফুটবল কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ার। ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে পশ্চিম জার্মানি। আর বেকেনবাওয়ার ওই বিশ্বকাপে পশ্চিম জার্মানির অধিনায়ক ছিলেন। কোচের দায়িত্ব নেয়ার পর ১৯৭০ সালে তার অধীনে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে জার্মানি ফুটবল দল। এরপর আর কোনো ফুটবলারই এই রেকর্ড গড়তে পারেননি। তবে এবার তৃতীয় ব্যক্তি হিসেবে দিদিয়ের দেশ্যামের এক রেকর্ড গড়ার অপার সম্ভাবনা রয়েছে। ১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছিল ফ্রান্স। স্বাগতিকদের হয়ে ট্রফি জিততে সেবার গ্রুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দিদিয়ের দেশ্যাম। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে ফের একবার ফাইনালে ওঠেছে ফরাসি। আর শিরোপা জিতলেই রেকর্ডে নাম লেখাবেন দেশ্যাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App