×

জাতীয়

কালীগঞ্জ পরিত্যক্ত ভবনে বসবাস থানা পুলিশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ১২:১১ পিএম

কালীগঞ্জ পরিত্যক্ত ভবনে বসবাস থানা পুলিশের
উপজেলার ২ লাখ ৬৫ হাজার ২৭৬ জন মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদেরই জীবনের নিরাপত্তা নেই। ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন বসবাস করছেন তারা। কালীগঞ্জ থানার ৮৮ জন (ইন্সপেক্টর, এসআই, এএসআই, পুরুষ ও নারী কনস্টেবল, আআরএফ, আনসার) পুলিশ কর্মকর্তা-কর্মচারীর কথা। সরেজমিন জানা গেছে, কালীগঞ্জ থানা কম্পাউন্ডে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে দুটি আবাসিক, অন্যটি অফিস ভবন। তবে তিনটি ভবনের দুটিকেই ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একাধিকবার পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা থানা পরিদর্শনে এসে পরিদর্শন বইতে ভবন তিনটির ব্যাপারে মন্তÍব্য করেছেন। তারা বছর তিনেক আগে ভবন তিনটির ২টিকে পরিত্যক্তও ঘোষণা করেছিলেন। এখানে নারী নিরাপত্তা কর্মীদের জন্য আলাদা কোনো আবাসিক ব্যবস্থা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কনস্টেবল বলেন, থানা কম্পাউন্ডে তারা যে ভবনটির মেসে থাকেন সেটির অবস্থা খুবই নাজুক। সামান্য বৃষ্টিতেই ছাদ গড়িয়ে পানি পড়ে। রাতে বৃষ্টি হলে ঘুমাতে পারি না। অথচ লাখ লাখ টাকা খরচ করে বিলাসবহুল গেট তৈরি করা হচ্ছে। কোটি টাকা খরচ করে বসিয়েছে ওয়ারলেস টাওয়ার। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ওই সব পরিত্যক্ত ভবনের বসবাস করতে হচ্ছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, ওয়ারলেস টাওয়ার ও থানার একটি গেট খুবই প্রয়োজন। ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App