×

খেলা

উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ০৬:২১ পিএম

উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ
২০১১ সালের পর প্রথমবারের মতো উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রোকে হারিয়েছেন স্প্যানিশ তারকা। অল ইংল্যান্ড ক্লাবে দুইবারের চ্যাম্পিয়ন নাদাল গতকাল প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী ম্যাচটি ৭-৫, ৬-৭ (৭-৯), ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন। তার জয়ের ঘণ্টা খানেক আগে কেভিন অ্যান্ডারসনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। শুক্রবারের সেমিফাইনালে ১২বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই নাদাল। গতকাল দিনের অন্য কোয়ার্টারে জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে শেষ চারে ওঠেন সার্বিয়ান তারকা জকোভিচ। তৃতীয় উইম্বলডন ও বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছেন নাদাল। গত জুনে তিনি জেতেন রেকর্ড ১১তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। ফেদেরারের বিদায়ে অল ইংল্যান্ড ক্লাবেও শিরোপা জয়ের অন্যতম ফেবারিট ১৭বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন এই স্পানিয়ার্ড। সেমিফাইনালে ওঠার পর নাদাল বলেছেন, ‘যে কোনো কিছুই হতে পারে। উইম্বলডনের সেমিফাইনালে ওঠা আমার জন্য বড় একটি অর্জন। এখন উপভোগ করার সময়, তবে শরীরের দিকে মনোযোগ দিতে হবে। এটা কঠিন শারীরিক লড়াইয়ের ম্যাচ ছিল। সেমিফাইনাল নিয়ে আমি রোমাঞ্চিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App