×

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন ও কম্পিউটারের লেজার কি-বোর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ০৪:৩১ পিএম

স্মার্টফোন ও কম্পিউটারের লেজার কি-বোর্ড
আধুনিক গ্যাজেট প্রিয় মানুষদের জন্য সু-খবর নিয়েছে চীন। তারা বাজারে নিয়ে এসেছে লেজার কি-বোর্ড। যা দিয়ে খুব সহজে স্মার্টফোন, ল্যাপটপ বা ডেক্সটপ-এ টাইপ করতে পারবেন। ডিভাইসটি’র ব্যবহার খুব সহজ। শুধু ব্লুটুথ এর মাধ্যমে ল্যাপটপ,ডেক্সটপ ও স্মার্টফোনে ব্যবহার করতে হয়। এজন্য আলাদা কোনো কিবোর্ড কিনতে হবে না। শুধু ডিভাইসটি টেবিলে রাখলেই হবে। লেজার কি-বোর্ড ব্যবহারের সুবিধা লেজার কীবোর্ডটি পরিবহন ও ব্যবহার করা খুব সহজ । এই লেজার কীবোর্ডটি আরো আকর্ষণীয় কারণ এটি খুব ছোট এবং যেকোনো সমতল স্থানে ব্যবহার করা যায়। ডিভাইসটিতে ইনফারায়িট লাইট মাধ্যমে আঙ্গুলের পজিশন ট্র্যাক হয় যা মোটামোটি নির্ভুল। ফুল চার্জ-এ ডিভাইসটি আড়াই ঘণ্টা ব্যবহার করা যায়। কম্পিউটার থেকে চার্জ-এর সুবিধা আছে। এই প্রডাক্ট গুলো মূলত চাইনিজ। যার সু-নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নাই, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে এই লেজার কীবোর্ড তৈরি করে থাকে। লেজার কীবোর্ডটির ব্লুটুথ সীমানা ১৫ মিটার,লেজার কী বোর্ডটি লাল বা সবুজ রং-এর হয়ে থাকে। এটি প্রতি মিনিটে ৩৫০টি কি ট্র্যাক করতে পারে। দেশের বাজারে এর মূল্য ৩ হাজার ৫০০টাকা । যা আজকের ডিল অনলাইন শপে পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App