×

জাতীয়

রাজশাহীকে সেরা মেগাসিটি করতে চাই :খায়রুজ্জামান লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ১১:৪৬ এএম

রাজশাহীকে সেরা মেগাসিটি করতে চাই :খায়রুজ্জামান লিটন
শিক্ষানগরী রাজশাহীকে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা মেগাসিটি গড়ার পরিকল্পনা নিয়ে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত ১৪ দলের (নৌকা প্রতীক) মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রতীক বরাদ্দের পর আনুুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই গতকাল মঙ্গলবার দুপুরে নগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়। ১৫ দফা এ ইশতেহারে বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষাধিক বেকারের কর্মসংস্থান সৃষ্টি; পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন; বীর  মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম ওলামা ও সাংবাদিকদের জন্য পৃথক আবাসিক এলাকা গড়ে তোলা; নগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইকেল প্ল্যান্ট স্থাপনসহ এমন ৮২টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নগর আওয়ামী লীগ সভাপতি ও নৌকার মেয়রপ্রার্থী লিটন। ১১ পৃষ্ঠার এ নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে রেশম কারখানা ও রাজশাহী টেক্সটাইল মিল পূর্ণাঙ্গরূপে চালু, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন, জনশক্তি রপ্তানিমুখী বিশেষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিক্ষানগরীর শিক্ষার্থীদের জন্য আবাসিক ও নিরাপত্তা সমস্যা সমাধানে করপোরেশনের বিশেষ উদ্যোগ গ্রহণ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু, ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, বস্তিবাসীর জীবনমান উন্নয়নের ব্যবস্থা, মহানগরীর চতুর্দিকে রিং রোড ও লেক নির্মাণ, যানজট নিরসনে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৩টি ফ্লাইওভার ও ব্যস্ততম মোড় এবং রেলক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণ, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-কলকাতা রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, রাজশাহীতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ভেন্যু বাস্তবায়ন, নিজস্ব আয়ের উৎস সৃষ্টি করে শত কোটি টাকা ঋণগ্রস্ত সিটি করপোরেশনকে স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত, ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধভিত্তিক সিটি মিউজিয়াম প্রতিষ্ঠা, হোল্ডিং ট্যাক্স কমাতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোপরি মেয়রের দপ্তর নগরবাসীর জন্য উন্মুক্ত রাখা। নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় নৌকার মেয়রপ্রার্থীর পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। এ সময় অন্যদের মধ্যে রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, সাবেক উপউপাচার্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ, সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, আবুল হোসেন ছাড়াও জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ১৪ দলের নগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। ইশতেহার ঘোষণার পর লিটন মেয়র নির্বাচিত হলে কীভাবে তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন এ সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, রাজশাহীকে বাংলাদেশের অন্যতম সেরা মেগাসিটি হিসেবে গড়ার পরিকল্পনার আলোকে আমাদের এই নির্বাচনী ইশতেহারের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহারের সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করব। সর্বোপরি শান্তি ও সম্প্রীতি, শিক্ষা ও সংস্কৃতি, বেকারমুক্ত, উন্নত ও সমৃদ্ধ আধুনিক মহানগরী গড়ে তুলতে যা কিছু করা প্রয়োজন সবই করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App