×

জাতীয়

এবার সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও নরওয়ে দূতাবাসের নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ০৭:৪৬ পিএম

এবার সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও নরওয়ে দূতাবাসের নিন্দা
এবার সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও নরওয়ে দূতাবাসের নিন্দা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকায় সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নরওয়ের দূতাবাস। নিন্দা জানিয়ে দূতাবাসগুলো তাদের ফেসবুক পেজে পৃথক বিবৃতি দিয়েছে।

নরওয়ে দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, মতপ্রকাশের অধিকারের ওপর ধারাবাহিক হামলার বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সব বাংলাদেশির মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদ করার এবং গণতান্ত্রিক অধিকার চর্চা করার অধিকার রয়েছে।

সুইজারল্যান্ড দূতাবাস তাদের বিবৃতিতে ঢাকা এবং অন্য শহরে শান্তিপূর্ণ সমাবেশের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, যেসব নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সমাবেশের ওপর এ ধরনের হামলা সেসব নীতির পরিপন্থী। মত প্রকাশ এবং সমাবেশ করার অধিকার সার্বজনীন মানবাধিকার।

এর আগে গত ৯ জুলাই ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পাতায় প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা-যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতা, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরোধী, যার ওপর আমাদের মতো দেশগুলো প্রতিষ্ঠিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App