×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে মুখের ওপর না বলে ইরান থেকে তেল কিনছে চীন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ০৬:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রকে মুখের ওপর না বলে ইরান থেকে তেল কিনছে চীন
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের সংঘাতে জড়াতে চলেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা বন্ধ করল চীনের একটি বেসরকারি সংস্থা। ডংমিং পেট্রোকেমিক্যাল গ্রুপের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছেন তারা। শুধু তাই নয়, আগামিদিনে ইরান থেকে তেল কেনার কথাও জানিয়েছেন ওই কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, চীন সরকার মার্কিন তেল আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে। এবং সে কারণে তারা আফ্রিকা ও ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনবেন। তেল কম্পানির ওই শীর্ষ কর্মকর্তা বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বাণিজ্য লড়াইয়ের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। চীন সরকারও মধ্যপ্রাচ্য থেকে তেল কেনার ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। জেটিডি এনার্জির কনসালট্যান্ট জন ড্রিসকলকে কোট করে জাপানি পত্রিকাটি আরও জানিয়েছে, তেল সরবরাহের ইস্যুটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App