×

জাতীয়

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ০১:২২ পিএম

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শক্রমে বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বিএমএর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির সভাপতি ডাঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শক্রমে চিকিৎসা সেবা বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, ভুল চিকিৎসায় সাংবাদিকের শিশুকন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বস্ত করায় সাংবাদিক-জনতার মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দীন শ্যামল ও সেক্রেটারি হাসান ফেরদৌস। এর আগে রোববার নগরীর জিইসি মোড় বিএমএ ভবনে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির এক জরুরি সভায় চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেয়া হয়। এর পর পরই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন চিকিৎসকদের সংগঠন বিএমএ-চট্টগ্রাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App