×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৪০ নৌকায় আগুন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ০৬:১৩ পিএম

ইন্দোনেশিয়ায় ৪০ নৌকায় আগুন
ইন্দোনেশিয়ার বালির বেনোয়া বন্দরে নোঙ্গর করে রাখা ৪০টি নৌকা আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার মধ্যরাতের পর পর্যটন দ্বীপ বালির বন্দরে নোঙ্গর করে রাখা স্থানীয় একটি নৌকায় আগুন লাগে। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৪০টি নৌকা পুড়ে যায়। বালি পুলিশের মুখপাত্র হেঙ্কি উইদজাজা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ জনপ্রিয় পর্যটন স্পট কুটার পাশেই বেনোয়া বন্দরটি অবস্থিত। প্রাপ্ত ছবিতে দেখা গেছে, আগুনের শিখা অনেক উপরে উঠে গেছে এবং ব্যাপক ধোঁয়া বের হচ্ছে। সোমবার সকালেও অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। সুপ্রিয়ান্তো একটি নৌকার ক্রু জানিয়েছেন, তিনি তার নৌযানে ঘুমিয়ে ছিলেন। ঘুম ভেঙ্গে তিনি দেখতে পান, তার নৌযানের উপরের অংশে আগুন ধরে গেছে। আগুন দ্রুত পাশের নৌযানগুলোতে ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে একটি ছোট কার্গো জাহাজও ছিল। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাদের সন্দেহ বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো বিষয়টি তদন্ত করে দেখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App