×

জাতীয়

বন্দুকযুদ্ধে ঝিনাইদহ ও গাইবান্ধায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১০:৪৫ এএম

আইনশৃংখলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে ঝিনাইদহ ও গাইবান্ধায় তিনজন নিহত হয়েছেন। রবিবার ভোররাত ৩টার দিকে ঝিনাইদহ ও রোববার ভোরে পলাশবাড়ী উপজেলায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঝিনাইদহের পৌর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের ‌‌ বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। রবিবার ভোররাত ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে পবহাটি জামতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারীরা হলেন জেলা শহরের বাঘা যতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাতুল ইসলাম ডিএম (৩৫) ও একই উপজেলার উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৪)। ঝিনাইদহ র‌্যাবের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ টার দিকে র‌্যাব ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনকে গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় র‌্যাবের এএসআই তরিকুল ইসলাম ও ল্যান্স নায়েক আবু সাইদ আহত হয়েছেন। র‌্যাব বলছে, নিহত মাদককারবারী সাজ্জাতুল ইসলাম ডিএম ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তারা তালিকাভুক্ত মাদক কারবারী ছিলেন। অপরদিকে গাইবান্ধায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছামছুল হক (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছামছুল হক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। নিহত ছামছুলের বাড়ি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার জানান, পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার দুপুরে ছামছুলকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার ও অন্য সঙ্গীদের ধরতে পুলিশ রোববার ভোরে অভিযানে যায়। এ সময় ছামছুলকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছামছুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, ছামছুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App