×

বিনোদন

‘মুখ ও মুখোশ’ মূলত রাজনীতি ও প্রেমের চলচ্চিত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ০৩:২৫ পিএম

‘মুখ ও মুখোশ’ মূলত রাজনীতি ও প্রেমের চলচ্চিত্র

মঞ্চনাটকের সঙ্গে যুক্ত আছেন প্রায় চার দশক। টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন কামাল আহমেদ। বর্তমানে দেশের অন্যতম নাট্যদল ‘দেশ নাটক’র সঙ্গে যুক্ত আছেন তিনি। এই অভিনেতার ‘মুখ ও মুখোশ’ নামের একটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয় ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পী কামাল আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ জাহান

আপনার অভিনীত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেতে যাচ্ছে। এই বিষয়ে জানতে চাই? ‘মুখ ও মুখোশ’ নাম বললেই বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আব্দুল জব্বার খান পরিচালিত ‘মুখ ও মুখোশ’র কথা চলে আসে। অনেকেই নাম দেখে হয়তো ভাবছে, এই ছবিটি সেই পঞ্চাশের দশকে নির্মিত ‘মুখ ও মুখোশ’র রিমেক কিনা? এখানে বলে রাখি, এই দুটি ছবির নাম এক হলেও কাহিনী, চিত্রনাট্য, নির্মাণ সবই আলাদা। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘মুখ ও মুখোশ’ সিনেমাটির কাজ বেশ কিছুদিন আগেই শেষ হয়েছিল। এবার ছবিটি মুক্তি পাচ্ছে এবং আমি ভীষণ আনন্দিত। এই ছবিতে খুব বেশি চরিত্র নেই। মূলত পাঁচটি চরিত্র নিয়েই ছবিটির গল্প এগিয়ে চলে। প্রেম ও রাজনীতিই এই ছবির গল্প। এটি মূলত একটি সংলাপনির্ভর ছবি। ‘মুখ ও মুখোশ’ মূলত রাজনীতি ও প্রেমের চলচ্চিত্র। সিনেমাটির নাম ‘মুখ ও মুখোশ’ রাখার বিশেষ কারণ কী? আমরা যা চোখের সামনে দেখি সেটা কতটা সত্য কিংবা এর মধ্যে অন্য কোনো সত্য লুকিয়ে আছে কিনা? থাকলেও সেটা কতটা সত্য? এই মারপ্যাঁচ নিয়েই বিষয়ের সার্থকতা রক্ষায় ছবিটির নামকরণ করা হয়েছে ‘মুখ ও মুখোশ’। ছবির পরিচালক গোলাম মোস্তফা শিমুল। এতে আরো অভিনয় করেছেনÑ কাজী রাজু, নাফিজা, খায়রুল আলম সবুজ, দিপান্বিতা। সিনেমাটিতে আপনার চরিত্র নিয়ে জানতে চাই? আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। এই ছবিতে আমার চরিত্রের নাম কামাল। বাস্তবেও আমার নাম কামাল। ছবিতে কামাল একজন বিবাহিত পুরুষ। কামাল রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ। কামাল মূলত সমাজ সংস্কার করতে চায়। সে স্বপ্ন দেখে একটি পরিচ্ছন্ন সমাজের। আর তার বাস্তবায়ন করতেই রাজনীতি করে। জীবিকার তাগিদে এক সময় সে ব্যবসা শুরু করে। রাজনৈতিক পরিমÐলের এক সহকর্মী বা ছোট ভাই রাজু তাকে বাসায় সাবলেট হিসেবে থাকতে দেয়। রাজু ও কামাল দুজনেই স্বপ্ন দেখে সমাজ পরিবর্তনের। কামালের অনুপস্থিতিতে কামালের স্ত্রী রাজুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এক সময় কামালের স্ত্রী রাজুর সঙ্গে চলে যায়। একটা সময় পর কামালের স্ত্রী আবার তার কাছে ফিরে আসে। কামালের স্ত্রী যখন ফিরে আসে তখন সে সন্তানসম্ভবা। কামাল জানতে পারে রাজুকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। অনাগত শিশু সন্তানটি কার? এরপর গল্পটি অন্যদিকে মোড় নেয়। এই ছবিতে মূলত রাজনীতির ভেতরেও যে মানুষের প্রেম ভালোবাসা মরে যায় না সেটাই দেখানো হয়েছে। ‘মুখ ও মুখোশ’ কী আপনার অভিনীত প্রথম সিনেমা? এটি আমার অভিনীত চতুর্থ সিনেমা। আমার প্রথম ছবি আবু সাইদ পরিচালিত ‘কীত্তনখোলা’। এরপর শহিদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘বাংলা’সহ আরো একটি ছবিতে কাজ করেছি। এ ছাড়া আমি একাধিক টিভি নাটকে কাজ করেছি। তার মধ্যে ‘সুখের নোঙর’, ‘সেকু সিকান্দার’, ‘গুন’ ইত্যাদি উল্লেখযোগ্য। ব্যক্তি জীবনের ব্যস্ততার কারণে এখন টেলিভিশনে নিয়মিত অভিনয় করা হয় না। তবে থিয়েটারে নিয়মিত অভিনয় করছি। থিয়েটারে কাজের খবর জানতে চাই? আমি মূলত মঞ্চ অভিনেতা। মঞ্চনাটকের শুরুটা আমার নিজ বাড়ি থেকে। অনির্বাণ থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলাম সাত বছর। এখন ‘দেশ নাটকে’র সঙ্গে যুক্ত আছি প্রায় ৩১ বছর ধরে। দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ এবং ‘সুরগাঁও’ নামের দুটি নাটকে নিয়মিত অভিনয় করছি। দুটি নাটকেরই নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। এই দুটি নাটকই নিয়মিত মঞ্চায়িত হচ্ছে। নতুন কাজের খবর জানতে চাই? দুয়েকটা জায়গায় কাজের কথা চলছে। তারা আমার প্রিয়ভাজন এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তা ছাড়া এ বছরই আমার থিয়েটার দল ‘দেশ নাটক’ নতুন একটি প্রযোজনা মঞ্চে আনার পরিকল্পনা করছে। যদি শরীর-স্বাস্থ্য ভালো থাকে তবে এই নাটকে কাজ করব। আর টেলিভিশনে কাজের কিছু প্রস্তাব আছে। সেগুলো নিয়ে ভাবছি। সময় ম্যানেজ করতে পারলে কাজ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App