×

অর্থনীতি

‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো এফএএস ফাইন্যান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ০৪:১১ পিএম

‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো এফএএস ফাইন্যান্স
‘বি’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্রমতে, কোম্পানিটি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তাই ‘বি’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো। ‘এ’ ক্যাটেগরির অধীনে আগামীকাল রবিবার থেকে শুরু হবে কোম্পানিটির শেয়ার লেনদেন। সদ্যসমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১০ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৬৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৪ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটেগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটেগরিতে ওই সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটেগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এ ঋণ দেওয়া যাবে না। অর্থাৎ আগামী রোববার থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সর্বশেষ কার্যদিবসে শেয়ারদর শূন্য দশমিক ৯৩ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে সাত লাখ ৪২ হাজার ৮৪০টি শেয়ার মোট ৩৬৮ বার হাতবদল হয়, যার বাজারদর ৮০ লাখ ৫৮ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১০ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১০ টাকা ৪০ পয়সা থেকে ২৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ বোনাস দিয়েছে, যা আগের বছরের অর্ধেক। এ সময় ইপিএস ছিল ৭৫ পয়সা এবং এনএভি ১৪ টাকা ১২ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ১৬ পয়সা ও ১৪ টাকা ৭০ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছে ৯ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর ছিল ১২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪১ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪৭ কোটি ৪২ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৪ কোটি ১৯ লাখ ৭৮ হাজার ৪৪২টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩২ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৭ দশমিক ৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App