×

পুরনো খবর

আরেকটি নেইমার ঝলক?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০১৮, ১১:৩৮ এএম

আরেকটি নেইমার ঝলক?
হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলতে এসেছে ব্রাজিল। ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে সেলেকাওরা। এরপর স্বপ্নের হেক্সা জয়ের লক্ষ্যে আরো তিনটি বিশ্বকাপে খেললেও প্রতিবারই শিরোপা জিততে না পারার হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে তাদের। ষষ্ঠবারের মতো বিশ্বসেরার মুকুট জয়ের পথে আজ তাদের সামনে রয়েছে এক কঠিন প্রতিপক্ষ। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ রাতে সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে নেইমাররা। কাজান অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। ইনজুরির কারণে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে খেলতে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইনজুরি থেকে সুুস্থ হওয়ার পর বিশ্বকাপের মতো বড় ধরনের একটি টুর্নামেন্টে অংশ নেয়ার আগে কেবল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। তাই রাশিয়া বিশ্বকাপে নেইমারের কাছে তেমন প্রত্যাশা ছিল না স্বয়ং ব্রাজিল কোচ তিতেরও। বিশ্বকাপের আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিতে বিষয়টি জানিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিতে বলেছিলেন, নেইমারের কাছে তার তেমন প্রত্যাশা নেই। নেইমারের মাঠে থাকতে পারাটাই তার কাছে বড় প্রাপ্তি। কিন্তু নেইমার যেন এক অপ্রতিরোধ্য ফুটবলারের নাম। দিন দিন যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ক্রমে হয়ে উঠছেন কোচ, সতীর্থ ও সমর্থকদের আস্থার প্রতীক। আজ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। নিঃসন্দেহে এ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে তিতের দলকে। কঠিন এ লড়াইয়ে নেইমার ঝলক দেখা যাবে বলে বিশ্বাস ব্রাজিল সমর্থকদের। ব্রাজিল যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেখানে এখনো পর্যন্ত একবারও বিশ^কাপের ফাইনাল খেলতে পারেনি বেলজিয়াম। বিশ্বকাপে এখন পর্যন্ত ইউরোপের দেশটির সর্বোচ্চ সফলতা সেমিফাইনালে অংশগ্রহণ। ১৯৯৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা। তবে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই রাশিয়া বিশ্বকাপে খেলতে এসেছে বেলজিয়াম। তাই সন্দেহাতীতভাবে ফুটবলপ্রেমীদের বিশেষ নজর থাকবে ব্রাজিল ও বেলজিয়ামের মধ্যকার আজকের ম্যাচটির দিকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও নিজেদের শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে কোচ তিতের শিষ্যরা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে তারা ২-০ গোলে হারিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোকে। অন্যদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে বেলজিয়াম। যেখানে শক্তিশালী ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। কোচ রবার্টো মার্টিনেজের শিষ্যরা তাদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে। ওই ম্যাচে প্রথমে পিছিয়ের পড়েও টানা ৩ গোল দিয়ে এশিয়ার দেশটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করেছে এডেন হ্যাজার্ডরা। এখন পর্যন্ত দারুণ প্রশংসা পাওয়া ব্রাজিল রক্ষণভাগকে এ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড, মার্টেন্সদের নিয়ে গড়া শক্তিশালী বেলজিয়াম আক্রমণভাগের বিপক্ষে। একদিকে শক্তিশালী ব্রাজিলের আক্রমণভাগ ও রক্ষণভাগ, অন্যদিকে বেলজিয়ামের শক্তিশালী আক্রমণভাগ ও মধ্যভাগ। তাই নিঃসন্দেহে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরের দল ব্রাজিল ও র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরের দল বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি হতে যাচ্ছে ফাইনালের আগে আরেকটি ফাইনাল। ব্রাজিল ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে সর্বত্র। ফুটবলবোদ্ধাদের মতে, এটিই রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। সাম্প্রতিক পারফরমেন্সে এই ম্যাচে বেলজিয়াম ও ব্রাজিল কেউ কারো থেকে এগিয়ে নেই। র‌্যাঙ্কিংয়ের অবস্থানই বলছে সে কথা। ব্যাজিল এখন র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অন্যদিকে বেলজিয়ামের অবস্থান র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে। তবে অতীত রেকর্ডে অবশ্য বেলজিয়ামের চেয়ে এগিয়ে আছে ব্রাজিল। কেননা এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের জয় রয়েছে ৩টি, যেখানে বেলজিয়াম জিতেছে ১টি ম্যাচ। বিশ্বকাপে মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচটিতেও ২-০ গোলে জিতেছে ব্রাজিল। কার্ড সমস্যার কারণে আজকের ম্যাচে ব্রাজিলের জার্সিতে খেলতে পারবেন না মিডফিল্ডার ক্যাসেমিরো। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে ফার্নানদিনহোকে। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফিরছেন মার্সেলোও। তবে হাই ভোল্টেজ এ ম্যাচটিতে খেলতে নামার আগে তিতের স্বস্তি নেইমারের ছন্দে থাকা। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। নেইমার আজও আলো ছড়াবেন এমনটিই প্রত্যাশা সেলেকাও সমর্থকদের। আজ তিতের দলের সম্ভাব্য লাইন আপ হতে পারে ৪-২-৩-১। যেখানে আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে দেখা যাবে কুতিনহো ও উইলিয়ানকে এবং গোল করার দায়িত্ব থাকবে জিসুসের ওপর। অন্যদিকে আজকের ম্যাচে কোচ রবার্টো মাটিনেজের দলের সম্ভাব্য লাইন-আপ হতে পারে ৩-৪-৩। কেননা দলটির আক্রমণভাগ শক্তিশালী হলেও মূল ভরসা মাঝ মাঠ। যেখানে আছেন ডি ব্রুইন, কারাসকো, উইটসেল ও মিউনিয়ার। তবে বেলজিয়াম সমর্থকদের দৃষ্টি থাকবে মূলত লুকাকুর ওপর। বর্তমানের ৪ গোল নিয়ে রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App