×

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ফরেনসিক প্রমাণ মিলেছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ১০:১৯ পিএম

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ফরেনসিক প্রমাণ মিলেছে
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের ফরেনসিক প্রমাণ পেয়েছে চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটসের তৈরি করা প্রতিবেদনটি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চলতি মাসের শেষ দিকে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। নির্যাতনের হাত থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে চিকিৎসকা বিশেষজ্ঞদের এটাই সবচেয়ে দীর্ঘ গবেষণা প্রতিবেদন। ভূমিমাইনে আহতদের নিয়ে চিকিৎসা গবেষণা প্রতিবেদন তৈরি করায় ১৯৯৭ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পেয়েছিল ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটির প্রতিবেদনে রাখাইনের চুত পিয়ান গ্রাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে গবেষণা করা হয়েছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ওই গ্রামের রোহিঙ্গাদের ওপর নির্বিচারে গুলি ছুঁড়েছিল, নারীদের ধর্ষণ ও তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। সেনাদের হাতে ওই গ্রামের শতাধিক মানুষ নিহত হয়েছিল। মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সঙ্গে রয়টার্সের পক্ষে এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে কোনো জবাব পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, চুত পিয়ান গ্রামের বেঁচে যাওয়া ২৫ জন পরীক্ষা করা হয়েছিল। এদের মধ্যে ২২ জনই শারীরিকভাবে আঘাত প্রাপ্ত ছিল। আবার এদের মধ্যে ১৭ জনের দেহে গুলিবিদ্ধ হয়েছিল, পাঁচজন লাথি কিংবা প্রহারের কারণে আহত হয়েছিলেন, বিস্ফোরণে অথবা অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছিল তিনজন, তিনজন ছুরির মতো ধারালো বস্তু বিদ্ধে আহত হয়েছিল এবং দুজন যৌন সহিংসতার শিকার হয়েছিল। সংস্থাটি বলেছে, সমস্ত ফরেনসিক পরীক্ষা ও মেডিকেল রেকর্ড বেঁচে যাওয়া লোকদের মৌখিক বিবরণের সঙ্গে একেবারে সঙ্গতিপূর্ণ।’ প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, ‘রোহিঙ্গা জনগণের ওপর মিয়ানমার কর্তৃপক্ষ যে সহিংসতা চালিয়েছে তার প্রকৃষ্ট উদহারণ হচ্ছে চুত পিয়ান’ এবং ‘একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত করা উচিৎ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App