×

আন্তর্জাতিক

বাণিজ্য যুদ্ধে প্রথম গুলি ছোঁড়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ০৬:৩৪ পিএম

বাণিজ্য যুদ্ধে প্রথম গুলি ছোঁড়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র
চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, শুল্ক আরোপের হুমকি দিয়ে বিশ্বে বাণিজ্য যুদ্ধে প্রথম গুলি ছোঁড়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বেইজিং দ্রুত এর জবাব দেবে। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রনালয় এ হুঁশিয়ারি দিয়েছে। চীনা পণ্যে ৩ হাজার ৪শ' কোটি ডলারের শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এটি কার্যকর হবে। এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চীনের চার হাজার ৫০০ কোটি মার্কিন ডলার পণ্যের ওপর ধাপে ধাপে শুল্ক আরোপ করবেন। চীন অবশ্য জানিয়েছে, এই বাণিজ্য যুদ্ধের দামামায় তারা ‘প্রথম গুলি ছুড়বে না।’ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে চীনের শুল্ক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র চীনের পন্যের ওপর শুল্ক আরোপ কার্যকর করার সাথে সাথে চীন ও যুক্তরাষ্ট্রের পন্যের ওপর শুল্ক আরোপ কার্যকর করবে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আঘাত করবে, যার মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির কোম্পানিও রয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি শুল্ক কার্যকর করে তাহলে প্রকৃত অর্থে তারা চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপ করবে।’ তিনি বলেন, ‘চীন হুমকির মুখে মাথা নত করবে না এবং মুক্তবাণিজ্য ও বহুপাক্ষিক ব্যবস্থার সুরক্ষা থেকে সরে আসবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App