×

তথ্যপ্রযুক্তি

রাশিয়ান ড্রোন কোম্পানির আকাশ পথের ‘বাইক’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০৩:০৪ পিএম

রাশিয়ান ড্রোন কোম্পানির আকাশ পথের ‘বাইক’
 রাশিয়ান এক ড্রোন কোম্পানি হোবার সার্ভ এমন একটি ড্রোন আবিষ্কার করেছে যেটি বাইকের আদলে দেখতে। যেটির উপর চড়ে আকাশে ওড়া যাবে। ইতিমধ্যে দুবাই পুলিশ এই বাইক ব্যবহার করছে তাদের পুলিশ বাহিনীতে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এই রাশিয়ান কোম্পানিটি বিভিন্ন ধরনের ড্রোন ডেভেলপ করে। সম্প্রতি তারা এই ‘হোবার বাইক’ ড্রোনটি ডেভেলপ করেছে। তাদের মধ্যে এটি লেটেস্ট ভার্সনের হলো ‘স্কোরপিয়ান থ্রি’। বাইকটিতে ব্যবহৃত হয়েছে কোয়াট-কপর্টার টেকনোলজি। এর ওজন ১০৪ কেজি। যেটি ২০ ফুটের বেশি উচ্চতায় নিয়ে যেতে পারে আপনাকে। ইলেক্ট্রিটিক এ বাইকটি প্রতি ঘন্টায় ৪৩ কিলোমিটার স্পিডে চলে। সর্বোচ্চ নিজে নিজে ৩৩ ফুট উঠতে পারে। একবার চার্জ দিলে ৪০ মিনিট আকাশ পথে ওড়া সম্ভব। এর ব্যাটারি চার্জ করতে সময় লাগে তিন ঘন্টা। সফটওয়্যার ডেভেলপররা এই বাইকটির জন্য দু-ধরনের সফটওয়্যার ডেভেলপ করেছে। একটি ম্যানুয়াল অন্যটি অটোমেটিক। এটাকে এক্সট্রিম স্পোর্টস ভেইকেল-ও বলা চলে। ৫৯ হাজার ইউএস ডলার মূল্যে পাওয়া যাচ্ছে এই বাইক। তবে এখনো বাণিজ্যিকভাবে রপ্তানি শুরু হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App