×

পুরনো খবর

বাউফলে সংখ্যালঘুদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০৩:৪২ পিএম

বাউফলে সংখ্যালঘুদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাউফলসহ দেশব্যপী সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জোরপূর্বক জমি দখল, মাছ,গাছ, ফসল লুটপাট ও দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে এবং দুর্গা পূজায় পাঁচ দিনের ছুটির দাবিতে মঙ্গলার বেলা ১২টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে বেলা ১২ টায় বাউফল কালী বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধন করেন। এরপর বাউফল কালী বাড়ি মন্দিরে পূর্ণচন্দ্র মজুমদারের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার দাস। প্রতিবাদ সমাবেশে নির্যাতিত হিন্দুদের মধ্যে বক্তব্য রাখেন, রতন কুমার বণিক, শিল্পী রানী, সুভাষ দাস প্রমূখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, বাউফল থানার ওসি মনিরুল ইসলাম সহ অন্যান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাউফল কালী বাড়ি কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, উপদেষ্টা জগদিশ বণিক, শিবানন্দ রায় বণিকসহ পটুয়াখালী জেলা ও বাউফলের বিভিন্ন ইউনিয়নের সহা¯্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App