×

আন্তর্জাতিক

বন্যার দুই মাস পরেও কেনিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০৮:১৬ পিএম

বন্যার দুই মাস পরেও কেনিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন
দুই মাস আগে বড় ধরনের বন্যায় কেনিয়ার হাজার হাজার মানুষের বাসস্থান প্লাবিত হয়েছে। ওই সময় থেকে বিভিন্ন উঁচু স্থানে ক্যাম্প করে বসবাস করছেন সে দেশের বন্যা কবলিত বাসিন্দারা। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে গত দুই মাসে। উপকূলবর্তী এলাকায় অন্তত পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে জীবন যাপন করছেন। বন্যার দুই মাস পার হয়ে গেলেও হাজার হাজার মানুষ এখনো গৃহহীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক ক্যাথরিন সোই কেনিয়ার টানা নদীর উপকূল থেকে বন্যা কবলিতদের দুর্দশা নিয়ে খবর পাঠান। তিনি বলেন, এখনো হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় রয়েছেন। বন্যায় নিজেদের সবকিছু ভেসে যাওয়ায় তারা ঘুরে দাঁড়াতে পারছেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App