×

জাতীয়

জন্ডিসের প্রকোপের দায় এড়াতে পারে না ওয়াসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১২:৪৪ পিএম

জন্ডিসের প্রকোপের দায় এড়াতে পারে না ওয়াসা
বন্দরনগরীর হালিশহরে পানিবাহিত জন্ডিস রোগের প্রাদুর্ভাবের দায় চট্টগ্রাম ওয়াসা এড়াতে পারে না ও নগরবাসীর জীবন বাঁচানো এবং জনস্বাস্থ্য নিরাপদ করতে চট্টগ্রামের সরকারি সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে। একইসঙ্গে ৬০ লাখ লোকের বসতি চট্টগ্রামের পানি বিশুদ্ধরূপে সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার প্রতি দাবি জানিয়ে বলা হয়, তা না হলে জন্ডিসের এ প্রদুর্ভাব শুধু হালিশহর নয় চট্টগ্রাম মহানগরীতে মহামারী আকারে ছড়িয়ে পড়বে। হালিশহরে পানিবাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় নিরাপদ পানি সরবরাহ ও মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল নগরীর দামপাড়ায় ওয়াসা মোড়ে পিপলস ভয়েস ও রসায়ন সমিতি চট্টগ্রাম এই মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, হালিশহরে জন্ডিসে মানুষ আক্রান্ত হচ্ছে আর সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের ঘাড়ে দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। ওয়াসাকে তাদের দায় নিতে হবে। একপক্ষ আরেক পক্ষের দিকে বল ঠেলে দিয়ে দায় এড়াতে পারেন না। সমাবেশে রসায়ন সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ জরুরি। তিনি বলেন, ওয়াসার পানির কারণে বিভিন্ন রোগ এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্লিপ্ততা অবাক করার মতো। ওয়াসার নির্লিপ্ততায় যে সংকট তৈরি হয়েছে তার দায় কে নেবে প্রশ্ন করেন অধ্যাপক ইদ্রিস আলী। এ ছাড়া চট্টগ্রামে কিভাবে পানি ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ রাখতে হবে সে বিষয়ে ওয়াসার সুচিন্তিত পরিকল্পনা দরকার বলে মন্তব্য করেন তিনি। সভাপতির বক্তব্যে পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান রোগাক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করাসহ কি কারণে রোগ ছড়াচ্ছে তার প্রকৃত কারণ তুলে ধরার আহ্বান জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামের নাগরিক সমাজ সরকারি সংস্থাগুলোকে তা করতে বাধ্য করবে। পিপলস ভয়েসের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক প্রকৌশলী রুপক চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকময় তলাপাত্র, শাহীন আক্তার রুমা, আশরাফ আজিম খান, সালমা জাহান মিলি, শাবানা বাণু, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক নূর নবী আরিফ, উন্নয়ন সংগঠক শ্যামল মজুমদার, এরশাদুল করিম, তপন দে, আসিফুল হক প্রমুখ। অনুষ্ঠানে সংহতি জানিয়ে অংশ নেয়, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, প্রমা আবৃত্তি সংগঠন, পরিবেশ ছাত্র ফেরাম, উৎসর্গ, সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন নগর আলোসহ বিভিন্ন সংগঠন এবং জন্ডিস আক্রান্ত হালিশহর এলাকার নাগরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App