×

আন্তর্জাতিক

সিরিয়ায় দুই সপ্তাহে বাস্তুচ্যুত আড়াই লক্ষাধিক মানুষ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০৯:৫৬ পিএম

সিরিয়ায় দুই সপ্তাহে বাস্তুচ্যুত আড়াই লক্ষাধিক মানুষ
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাংশে দেশটির সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ২ লাখ ৭০ হাজার অধিবাসী তাদের ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় দুই সপ্তাহ আগে এই অভিযান শুরু করে সরকারি বাহিনী। সিরিয়ার দেরা ও কুইট্রা প্রদেশে এই হামলার ফলে বাস্তুচ্যুতরা জর্দান ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্তের দিকে পালিয়ে গেছে। কিন্তু এই শরণার্থীদের প্রবেশ করতে দেয়া হবে কিনা তা জানায়নি দেশ দুটি, যা মানবিক সংকট সৃষ্টির আশঙ্কা সৃষ্টি করেছে। রাশিয়ান বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী এই অভিযান চালাচ্ছে। রোববার বুশরা আল-শাম শহরের বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন মেনে নিতে রাজি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দ্বন্দ্ব বৃদ্ধির পর থেকে ১৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও জর্দানের মধ্যস্থতায় একটি চুক্তির ভিত্তিতে প্রায় ১ বছর যাবত দেরা ও কুইট্রা তুলনামূলক শান্ত ছিলো। বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে দেশ দুটি। অন্যদিকে সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া। গত এপ্রিলে রাজধানী দামাস্কাসের বাইরে ঘৌতা অঞ্চলে বিদ্রোহীদের পরাজিত করার পর আসাদ প্রদেশগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সচেষ্ট হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App