×

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট-এর ‘সারফেস ডিভাইস’ দেখতে কেমন হবে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০৩:১৪ পিএম

মাইক্রোসফট-এর ‘সারফেস ডিভাইস’ দেখতে কেমন হবে?
অনেক গোপনীয়তা রক্ষা করে তৈরি হচ্ছে মাইক্রোসফটের গোপন সারফেস ডিভাইস। এটি নিয়ে টেক ওয়ার্ল্ডে অনেক আলাপ আলোচনা হয়েছে। অবশেষে ফাঁস হয়েছে ডিভাইসটির ছবিসহ কনফিগারেশন। চলতি বছরেই মাইক্রোসফট‘অ্যান্ড্রোমিডা’ সাংকেতিক নামের ডিভাইসটি বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, দুইটি পর্দা রাখা হতে পারে নতুন এই সারফেস ডিভাইসে। আগে বেশ কয়েকবার পেটেন্ট নকশায় দেখা গেছে ‘পকেটে রাখার মতো সারফেইস ডিভাইসটি’। খুব গোপনে অভ্যন্তরীনভাবে ডিভাইসটি বানাচ্ছে মাইক্রোসফট। নতুন এই ডিভাইসটি সার্বিক সারফেইস সিরিজের জন্য নতুন প্রেরণা দেবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি পার্সোনাল কম্পিউটার এবং মোবাইল ফোনের মধ্যে দূরত্বও কমাবে ডিভাইসটি। মাইক্রোসফটের এক অভ্যন্তরীন নথিতে বলা হয়, সত্যিকারের ব্যক্তিগত এবং বহুমুখী কম্পিউটিং অভিজ্ঞতা তৈরি করতে নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার রয়েছে ডিভাইসটিতে। ধারণা করা হচ্ছে ডিভাইসটি বইয়ের মতো ভাঁজ করা যাবে এবং ডিজিটাল কালির জন্য স্টাইলাস পেন ব্যবহার করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App