×

তথ্যপ্রযুক্তি

৩ জুলাই আইডিবিতে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী গেমিং প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৮, ০৩:৪৪ পিএম

৩ জুলাই আইডিবিতে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী গেমিং প্রতিযোগিতা
গিগাবাইটের সৌজন্যে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় ৩ জুলাই থেকে শুরু হচ্ছে ‘গিগাবাইট গেমিং ফেস্ট ২০১৮’।  প্রতিযোগিতার  আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) প্রাইভেট লিমিটেড। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বিসিএস কম্পিউটার সিটির অফিসে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খানসহ বিসিএস কম্পিউটার সিটির পরিচালনা কমিটির সদস্যরা। প্রধান অতিথি বলেন, দেশের গেমারদের উৎসাহ দিতে গিগাবাইট সবসময়ই আন্তরিক। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ কম্পিউটার মার্কেট প্রাঙ্গনে বড় আকারে এই গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান। তিনি জানান, উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ৫ টি ইভেন্টে প্রায় ৫০০ এর বেশি প্রতিযোগী ইতোমধ্যেই নিবন্ধন করেছে। সিএস গো, কড ফোর, রেইনবো ৬, ফিফা ১৮ এবং এনএফএসএমডব্লিউ এই পাঁচ ইভেন্ট এর বিজয়ীদের জন্য থাকছে ৩০০,০০০ টাকার পুরষ্কার। তবে, গেমস উপভোগ করতে আসা দর্শনার্থীদের আনন্দ বাড়িয়ে তুলতে রয়ছে  কুইজ, পুরষ্কার এবং কসপ্লে প্রদর্শনীর ব্যবস্থা ।এছাড়াও ইভেন্ট চলাকালীন সময়ে বিসিএস কম্পিউটার সিটি থেকে গিগাবাইট ও অরোজ পন্যে কিনলেই  সাথে বিশেষ উপহার পাবেন ক্রেতারা। প্রতিযোগিতাটি আগামী ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App