×

পুরনো খবর

সুষ্ঠু নির্বাচনের সঠিক কোনো সংজ্ঞা নেই: নির্বাচন কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৮, ০৮:৪২ পিএম

সুষ্ঠু নির্বাচনের সঠিক কোনো সংজ্ঞা নেই: নির্বাচন কমিশনার

ফাইল ছবি

গাজীপুরের নির্বাচন সুষ্ঠু ও আইনানুগ হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেছেন,সুষ্ঠু নির্বাচনের সঠিক কোনো ডেফিনেশন (সংজ্ঞা) নেই।'

আজ রোবাবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, 'আমরা দেখছি নির্বাচন আইনানুগ হয়েছে কি-না। আমরা আইনের মধ্যে থাকতে চাই। আর সুষ্ঠু নির্বাচনের কিন্তু সঠিক কোনো ডেফিনেশন নেই।'

এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের কোনো সঠিক ডেফিনেশন নেই। আইন কিন্তু নির্ধারিত। তাই আমরা আইনানুগ নির্বাচনের জন্য সমগ্র কাজই করি। আমরা ধরেই নেই, আইনানুগ নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং, এখানে আইনানুগই মুখ্য।

রফিকুল ইসলাম আরও বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু অস্ত্র থাকে, লাঠি থাকে এবং ওদের আলাদা একটা পোশাকও থাকে। ওই লাঠি আর অস্ত্র দেখলেই আমরা ভয় পাই। এটা কিন্তু সেই মোঘল আমল থেকেই হয়ে আসছে। তবে নির্বাচনকালীন সময়ে কিন্তু পুলিশ বা প্রশাসন আমাদের অধীনেই থাকে। কেউ কেউ বলছে আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারিনি। আর আমরা বলছি, আমরা আইনানুগ পরিবেশ বজায় রেখেছি।'

আইনানুগ হলে নির্বাচন পুলিশের কাছে চলে যাচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, 'পুলিশের অধিনে নির্বাচন চলে যাচ্ছে যদি বলা হয় তাহলে এটা হয়তো ভুল বলা হবে। তবে নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে অনেক সময় দেখা যায় কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে বসেন। যেটা নিয়ে আবার বেশি কথাও বলা যায় না। কারণ এটা ব্যক্তির বিষয়।'

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উদ্বেগ প্রকাশ করেছেন-এই বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, 'উনি কমেন্টস করেছেন। দয়া করে তিনি যদি তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সহযোগীতা করেন এবং কেন এই কমেন্ট করেছেন তা বলেন, তাহলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু কেউ যদি বলে আইনানুগ হলেও অবাধ ও সুষ্ঠু হয়নি, তাহলে আমাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ডেফিনেশনটা দিতে হবে। সেই ডেফিনেশনটা আবার সবার কাছে গ্রহণযোগ্য কি-না সেটা কিন্তু একটি বিরাট ব্যাপার।'

নির্বাচন বিশ্লেষকরা বলছেন খুলনা ও গাজীপুর এই দুটি নির্বাচন আগের দুই সিটি নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে। এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, 'খুলনা ও গাজীপুরে কোনো ফায়ার আর্মস (গুলি ছোড়া) হয়নি। কিন্তু কুমিল্লা ও রংপুরে কিন্তু আমাদের ফায়ার আর্মস করতে হয়েছে। তারপরও ওটাকে বলছেন সব কিছু ঠিক আছে। আর এটাকে বলতেছে না। কেন বলতেছেন না সেটাতো আমি বলতে পারবো না। বরং, আমার কাছে মনে হয়েছে এ দুটো নির্বাচনে লাঠি চার্জও করতে হয়নি ও ফায়ার আর্মসও করতে হয়নি। কিন্তু ও দুটো (কুমিল্লা ও রংপুর সিটি) নির্বাচনে কিন্তু আমাদের এটা করতে হয়েছে।'

আগামী তিন সিটি নির্বাচন কেমন হবে এটা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, 'গাজীপুরে কিছু অনিয়ম হয়েছে। এর জন্য আমরা নয়টি কেন্দ্র বন্ধ করেছি। এমন যেন অনিয়ম না হয়, আগামী তিন সিটি নির্বাচনে যেন কেন্দ্র বন্ধ করতে না হয়, সে ব্যবস্থা আমরা নেব। এর পরও হলে আমরা এখানেও (তিন সিটিতে) কেন্দ্র বন্ধ করবো। কিন্তু আমরা আইনের বাইরে তো যেতে পারি না। আমাদের আইনে যা আছে সেভাবেই চলতে হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App