×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে গুহায় আটকে মৃত্যুর মুখে ১২ খুদে ফুটবলার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ০৬:৪৩ পিএম

থাইল্যান্ডে গুহায় আটকে মৃত্যুর মুখে ১২ খুদে ফুটবলার
আর একটু, আর একটু…আর একটু অপেক্ষা করো। কিন্তু অপেক্ষার শেষ নেই। এদিকে জল ক্রমশ বাড়ছে। কমে আসছে অক্সিজেন। যে বুক ভরা দম নিয়ে মাঠে বল দখলের লড়াই চলে সেই দমটুকই ভরসা। মেসি-রোনাল্দো হওয়া তাদের দু চোখের স্বপ্ন। আপাতত গভীর গহীন অন্ধকার গুহায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সুতোর মতো ঝুলছে ১২ জন থাই খুদে ফুটবলার। বিশ্ব মেতে ফুটবল উৎসবে। থাইল্যান্ড চিন্তিত তাদের ফুটবলারদের বাঁচাতে। গত শনিবারের ঘটনা। বিবিসি জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে কোচের সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ জন ফুটবলার থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের একটি গুহায় আটকে পড়ে। থাম লুয়াং নাং নন নামে সেই গুহায় ঢোকার পর থেকে তারা নিখোঁজ। এর মধ্যে এলাকায় বন্যা শুরু হয়। আর বানের জল ঢুকে গুহামুখ প্রায় বন্ধ। ভেতরে আটকে পড়া কোচ সহ খুদে ফুটবলারদের উদ্ধার করা কি আদৌ সম্ভব হবে? গুহার ভেতরে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিশেষজ্ঞদের বক্তব্য, যদি খুদে ফুটবলারদের পোশাক ভিজে থাকে তাহলে এই তাপমাত্রা সহ্য করা সম্ভব নয়। এক সপ্তাহ হয়ে গেল। ওরা কী খাচ্ছে? কী করে শ্বাস নিচ্ছে জানতে পারেনি কেউ। শনিবার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উদ্ধার কাজ। থাই সরকার আপ্রাণ চেষ্টা করলেও কিছুই করা সম্ভব হচ্ছে না। বন্যার জল এত বেড়েছে যে প্রথম দিকে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয়। এরই মাঝে পার হয় কটা দিন। ওপর থেকে কিছু না জানা গেলেও এটা পরিষ্কার যে নিস্তেজ হয়ে পড়ছে আটকে পড়া ১৩ জন। ব্যাংকক পোস্ট সহ থাইল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, থাম লুয়াং নাং গুহার প্রবেশ পথ সম্পূর্ণ জলের তলায়। ফলে উদ্ধারের জন্য নামানো হয়েছে সেনাবাহিনী, ডুবুরিদের। শুরু হচ্ছে গুহার অন্যপাশে মাটি খুঁড়ে নতুন রাস্তা তৈরি করে ভেতরে ঢোকার। এদিকে জল বাড়তে থাকায় আটকে পড়া প্রত্যেকের পরিবার উদ্বিগ্ন। ক্রমশ কমছে তাদের বেঁচে থাকার আশা। গুহার মুখে কাদামাটিতে থাকা কয়েক জোড়া বুটের ছাপই তাদের কাছে সম্বল। থাইভূমি থেকে ছড়িয়ে পড়েছে এই খবর। কত দেরি আর খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে? উত্তর নেই। শুধু অপেক্ষা…কেউ বলছেন ওরা ঠিক ফিরে আসবে। যেমন মেসি ফিরে এসেছেন তাঁর গোলের জাদুতে। আশা-আশঙ্কার দোলাচলে দুলছে থাইভূমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App