×

জাতীয়

কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ০৩:৫৭ পিএম

কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন
কবি সুফিয়া কামাল ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমাজ এবং রাষ্ট্র গড়ার আন্দোলনের একজন অগ্রদূত। তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। আজকে যেভাবে সমাজে নারীর প্রতি সহিংসতা চলছে তা প্রতিরোধে কবির ভ‚মিকাকে স্মরণ করে আগামীতে সামনের দিকে অগ্রসর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা। কবি সুফিয়া কামালের ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত স্মারক বক্তৃতা ও সুফিয়া কামাল সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বিকেলে পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম। ‘নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনে সামাজিক শক্তির ভ‚মিকা ও কবি সুফিয়া কামাল’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন সাংবাদিক, কলামিস্ট, লেখক সৈয়দ আবুল মকসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় নারী নির্যাতন প্রতিরোধে ও নির্মূলে সৃজনশীল ও গঠনমূলক অবদানের জন্য বিমল আগরওয়ালকে এবং তরুণ প্রজন্মের সদস্য হিসেবে নারী নির্যাতন প্রতিরোধ ও নির্মূলে ধারাবাহিক ভ‚মিকার জন্য জাহাঙ্গীর আলমকে। আয়শা খানম বলেন, বর্তমানে সর্বত্র নারীরা বিচরণ করছেন, সুফিয়া কামালের মতো ব্যক্তিরাই এই পথ তৈরি করেছেন। তিনি বলেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেটে নারীরা আজ যে সফলতা বয়ে এনেছেন তা এই আন্দোলনেরই ফসল। কিন্তু তারপরও সমাজে আজ ঘটে চলছে নারীর প্রতি নানা ধরনের সহিংসতা। জাতীয় সংসদে নারীর প্রতি সহিংসতাকে শূন্য সহিষ্ণুতা হিসেবে উল্লেখ করার কথা বলেন তিনি। সবশেষে তিনি বলেন, নারী আন্দোলন দেশের সামগ্রিক সাংস্কৃতিক শিক্ষার আন্দোলন। নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সৈয়দ আবুল মকসুদ বলেন, নারীর মর্যাদা রক্ষার সামাজিক আন্দোলন হতে হবে সম্পূর্ণ দলীয় রাজনীতি নিরপেক্ষ। নষ্ট দলীয় রাজনীতি সমাজকে বিভক্ত করে ফেলেছে। নারী নির্যাতন নির্মূলের পথে তা একটি বড় বাধা। মাদকের সঙ্গে নারী নির্যাতনের সম্পর্ক রয়েছে। পরিবারে মাদকাসক্তদের দ্বারা নারী নির্যাতিত হচ্ছে। সুতরাং নারীর নিরাপত্তার জন্য মাদকমুক্ত সমাজ চাই। অনুষ্ঠানে কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App