×

জাতীয়

কাউনিয়ায় মরাসতী নদীতে বাঁশের সাঁকোই ভরসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০২:১৫ পিএম

কাউনিয়ায় মরাসতী নদীতে বাঁশের সাঁকোই ভরসা
উপজেলার খলিলের ঘাট এলাকার মানুষ যুগ যুগ ধরে তিস্তা মরাসতী নদীর ওপর দিয়ে নৌকায় পারাপার হতেন। গত বছর স্থানীয় কিছু ব্যক্তির আর্থিক সহযোগিতায় ঘাটে ১শ মিটার একটি বাঁশের সাঁকো তৈরি করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হয়। এতে এলাকার মানুষ কিছুটা স্বস্তিবোধ করেন। কিন্তু বর্তমানে সাঁকোটির এমনই নড়বড়ে অবস্থা যে মানুষের চলাচল একেবারেই বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। খলিলের ঘাট এলাকাটি হারাগাছ ও শহীদবাগ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হওয়ায় দুই এলাকার চেয়ারম্যানদের মধ্যে রশি টানাটানিতে কেউ নজর দিচ্ছেন না। ওই স্থানে একটি পাকা ব্রিজের অভাবে দুই উপজেলার ১১ গ্রামের লক্ষাধিক মানুষ এখন চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের ও পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ অস্থায়ী ওই বাঁশের সাঁকো দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী, চর চতুরা এবং রাজপুর, খলাইঘাট, চাংড়া চিনাতুলি, পাগলার হাট, খুনিয়া গাছ, মিলনবাজার, তাজপুর গ্রামসহ ১টি উচ্চ বিদ্যালয়, ৫টি প্রাথমিক ও ৩টি মাদ্রাসা এবং একতাবাজার, ঠিকানার হাট, পাগলার হাটসহ ৩টি হাটবাজার সরাসরি তিস্তার উত্তর প্রান্তের চরে অবস্থিত। এলাকাগুলো কৃষিনির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে মরিচ, পেঁয়াজ, আলু, বাদাম, ধান, পাট, শাকসবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। পাকা ব্রিজ না থাকায় এলাকার কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বদা। সাঁকো ভেঙে নড়বড়ে হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। স্থানীয় রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে ও পরে পাকা ব্রিজ নির্মাণের কথা দিলেও আজ পর্যন্ত সে কথার বাস্তবায়ন তারা করতে পারেননি। তিস্তার মরাসতী নদীতে ব্রিজ নির্মাণ করলে এলাকার ১১ গ্রামের মানুষ যেমন উপকৃত হবেন, অন্যদিকে কৃষি অর্থনীতিনির্ভর এলাকার মানুষ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেয়ে স্বাবলম্বী হয়ে উঠবেন। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মাহাফুজার রহমান মিঠু জানান, এ স্থানে একটি পাকা সেতু নির্মাণে সংসদ সদস্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App