×

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলার সক্ষমতা ইরানের আছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ০৯:৩০ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলার সক্ষমতা ইরানের আছে
প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের চাপিয়ে দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করার সক্ষমতা তার সরকারের আছে। ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর সোমবার তেহরানের পার্লামেন্টের বাইরে ব্যবসায়ীদের বিক্ষোভ করে। এর একদিন পর মঙ্গলবার জনগণকে আশ্বস্ত করতে তেহরানে এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় রুহানি এ কথা বলেছেন। ইরানের সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড বাজারের একটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ব্যবসায়ীরা আবর্জনার স্তুপে অগ্নিসংযোগ করে রাস্তায় বসে আছেন। দাঙ্গা পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে। আরক, শিরাজ ও কেরমানশাহ শহরেও ব্যবসায়ীদের বিক্ষোভ করতে দেখা গেছে। পারমাণবিক কর্মসূচি সীমিত এবং বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠির সঙ্গে চুক্তি করে ইরান। তবে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে তার দেশকে আনুষ্ঠানিকভাবে বের করে নিয়ে আসার ঘোষণা দেন। বিশ্লেষকদের আশংকা আগামীতে তেহরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প। এর ফলে তেল রপ্তানি থেকে ইরানের আয় কমে গিয়ে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে পড়তে পারে। মঙ্গলবার ইরানি জনগণকে আশ্বস্ত করতে রুহানি বলেছেন, ‘সবচেয়ে বাজে পরিস্থিতিতেও আমি ইরানিদের মৌলিক প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের যথেষ্ট চিনি, গম ও ভোজ্যতেল মজুদ রয়েছে। বাজারে প্রবেশের জন্য আমাদের হাতে যথেষ্ঠ বৈদেশিক মুদ্রা আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App