×

খেলা

সালাহর আজ বিদায়ী ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ০১:০৮ পিএম

সালাহর আজ বিদায়ী ম্যাচ
সৌদি আরবের বিপক্ষে আজ রাতে নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচ খেলতে নামবেন মোহাম্মেদ সালাহ। এ ম্যাচে জয় পেলেও রাশিয়া থেকেও বিদায় নিতে হবে সালাহদের। কারণ এর আগে তারা গ্রুপ পর্বের দুটি ম্যাচেই পরাজয়বরণ করেছে ফারাওরা। ইনজুরির কারণে প্রথম ম্যাচটি অবশ্য খেলতে পারেননি সালাহ। দ্বিতীয় ম্যাচে খেললেও স্বাগতিকদের কাছে ৩-১ ব্যবধানে হার মানে হেক্টর কুপারের শিষ্যরা। সৌদির বিপক্ষে জয় পেলে তা সালাহ ভক্তদের জন্য কিছুটা হলেও সান্তনা জোগাবে। আর এ ম্যাচে সালাহ ভক্তরাও তার চমক দেখার জন্য মুখিয়ে থাকবে। রাশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন সালাহ। গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলার পরেই মিসরীয়দের রাশিয়া বিশ^কাপের শিরোপা জেতার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়েছে। তবে কোচ হেক্টর কুপার অবশ্য আগে থেকেই শঙ্কায় ছিলেন। শঙ্কাটা বেড়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের পরেই। রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের মধ্যকার ওই ম্যাচে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস তাকে ইনজুরিতে ফেলেন। ফলে তিনি বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি। দু-এক মিনিটের মধ্যই কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সালাহবিহীন জারগেন ক্লপের শিষ্যরাও এ দিন রোনালদোদের কাছে পরাজয়বরণ করে। কিয়েভে চোট পাওয়ার পর থেকে পুরোপুরি ফিট হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এ তারকা। অনেকেরই সন্দেহ ছিল তিনি বিশ^কাপে কোনো ম্যাচই খেলতে পারবেন না। অবশেষে পরিশ্রমী সালাহর অক্লান্ত চেষ্টার ফলে তিনি অচিরেই ফুটবল খেলার জন্য নিজেকে তৈরি করে নেন। তা সত্তে¡ও উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি ২৬ বছর বয়সী এ তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App