×

জাতীয়

শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ১১:২৬ এএম

শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাইয়ুম (২৮) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার (২৪ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরো নয় মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। নিহত কাইয়ুম চোখা মনাকশা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ফিরোজ ওই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতাল সূত্র মতে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দুইজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, মাদক বিক্রেতাদের আটক করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, কাইয়ুমের অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুলিশের পক্ষ থেকে একজন সিপাহী তাকে রক্ত দেয়। এর পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া একই রাতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ৫ জন এবং শিবগঞ্জে ফিরোজ ও কায়েমসহ নয়জনকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App