×

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ০১:৩৭ পিএম

গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ আজ
পরপর দুটি ম্যাচ জিতেই ফিফা বিশ্বকাপের ২১তম আসরে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক রাশিয়া এবং উরুগুয়ে। সেরা ষোলো নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে উঠে পড়ে লেগেছে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানে থাকা এ দল দুটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে। বিটিভি, মাছরাঙা এবং সনি টেন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া একই সময়ে রাশিয়ার ভলগোগার্ড স্টেডিয়ামে মিসরের মোকাবেলা করবে সৌদি আরব। দারুণ জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। দুর্দান্ত পারফরমেন্সে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কয়েকটি দল। এখন লড়ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। গ্রপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে ‘এ’ গ্রুপে আজ দুর্দান্ত ফর্মে থাকা রাশিয়ান ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে সুয়ারেজ-কাভানিরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে দুদলের মধ্যে বিশাল ফারাক থাকলেও স্বাগতিক হিসেবে এগিয়ে রয়েছে স্তানিস্লাভ চেরচেশভের শিষ্যরা। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করে ইগোর আকিনফেভের দল। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ সালাহর মিসরকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে খেলার অন্তিম মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে মিসরকে হারিয়েছে অস্কার তাবারেজের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও সৌদি আরবের বিপক্ষে জিতেছে ১-০ গোলের ব্যবধানে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইতোমধ্যেই কৌশল আঁকা শুরু করে দিয়েছেন রাশিয়ান কোচ চেরচেশভ। আগের দুই ম্যাচে ৪-২-৩-১ ফরমেটে খেলে ম্যাচ জিতেছে। চেরচেশেভ আজও ওই একই ফরমেটে মাঠে নামাবে রুশ বাহিনীকে। আর ৪-৪-২ ফরমেটে খেলে নিজেদের প্রথম দুই ম্যাচে মিসর এবং সৌদি আরবকে হারাতে সফল হওয়ায় আজও ওই ফরমেটেই মাঠে নামবে দুবারের বিশ^চ্যাম্পিয়নরা। শক্তিমত্তা বিচারে এগিয়ে থাকবে উরুগুয়ে। কেননা উরুগুয়ে ফুটবল দলে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে লিওনেল মেসির এই সতীর্থ লা-লিগায় করে যাচ্ছেন একের পর এক গোল। সদ্য শেষ হওয়া স্প্যানিশ লা-লিগায় ২৫টি গোল করে মেসি এবং রোনালদোর পরের স্থানেই রয়েছেন ৩১ বছর বয়সী এ উরুগুয়ান তারকা। এ ছাড়া সর্বোচ্চ অ্যাসিস্টে রয়েছেন শীর্ষস্থানে। আর দেশের জার্সি গায়ে তো অনন্য রেকর্ড গড়েছেন। ৫২টি গোল করে উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলকারী এখন সুয়ারেজ। এদিকে এডিনসন কাভানি ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিকে এনে দিচ্ছেন একের পর এক শিরোপা। সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ লিগ ওয়ানে ২৮টি গোল করে শীর্ষস্থানে রয়েছেন কাভানি। অপরদিকে স্বাগতিক রাশিয়া দলে তেমন কোনো তারকা ফুটবলার না থাকলেও চলতি বিশ^কাপে প্রায় সবাই ফর্মের তুঙ্গে রয়েছেন। সেই সুবাদে জিতেই চলেছে একের পর এক ম্যাচ। তবে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড দেনিশ চেরিশেভ। দুই ম্যাচে তিন গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে রোনালদো এবং লুকাকুদের কাতারে উঠে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App