×

আন্তর্জাতিক

আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ০১:১২ পিএম

আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন দেশটির ক্ষমতাসীন রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিএইচপি দলের প্রার্থী মুহাররেম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট। একই দিনে সংসদ নির্বাচন হওয়ায় এরদোয়ানের দল একে পার্টি’র জোট পিপলস অ্যালায়েন্স ভোটে এগিয়ে আছে বলেও দাবি করেছেন তিনি। যদিও চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার। এদিকে এরদোয়ান বিরোধীরা এখনো পরাজয় মেনে নিতে নারাজ। আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন তারা। দেশটির ৬০০ আসনে পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে ক্ষমতাসীন একেপি পার্টির জোটকে ৩০০টির বেশি আসনে জয়ী হতে হবে। ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে তুরস্কে জরুরি অবস্থা চলছে। ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছর এপ্রিলে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App