×

খেলা

২-২ গোলে ড্র করলো সেনেগাল-জাপান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ১০:৫৭ পিএম

২-২ গোলে ড্র করলো সেনেগাল-জাপান
জাপানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে মুসা ওয়াগির গোলে ফের লিড নেয় সেনেগাল। কিন্তু ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া জাপান খেলায় ফিরতে সময় নেয়নি। ৭ মিনিট পরেই কেইসুকে হোন্ডার গোলে স্কোর লাইন ২-২ করে এশিয়ান জায়ান্টরা। এর আগে ম্যাচের শুরুতেই (১১ মিনিটে) সাদিয়ো মানের গোলে পিছিয়ে থাকার ২৩ মিনিট পর পাল্টা প্রতিশোধ নেয় জাপানিজ স্ট্রাইকার তাকাশি ইনুয়ি। ম্যাচে ১১ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে করা শর্ট জাপানের গোলরক্ষকের হাত গলে বের হওয়ার সঙ্গে সঙ্গেই লিভারপুল তারকা মানের পায়ের আলতো ছোয়ায় বল জাপানের জালে জড়ায়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে জাপানকে শুরুতেই কিছুটা চেপে ধরে সেনেগাল। শুরু থেকে দুদল সমান তালে লড়ে যাচ্ছে। গ্রুপ ‘এইচ’ থেকে দু’দলই নিজেদের প্রথম খেলায় জয় তুলে নিয়ে সমান তিন পয়েন্ট পেয়েছে। তাই তাদের জন্য আজকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যেদল জিতবে সে দলই শেষ ষোলতে স্থান করে নিবে। এর আগে রোববার (২৪ জুন) একাতেরিনবার্গ স্টেডিয়াম রাত ৯টায় শুরু হওয়া এ ম্যাচের শুরুতেই দু’পক্ষই বেশ কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণে করেন। দু'দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে নক আউট নিশ্চিতের লড়াইয়ে। এরই মধ্যে নিজেদের দারুণ ফুটবলশৈলী দিয়ে প্রথম ম্যাচে চমকে দিয়েছে সেনেগাল ও জাপান। গ্রুপের অপর দুই দল কলম্বিয়া ও পোল্যান্ড শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও দু’দলই হেরেছে তুলনামূলক কম শক্তির এ দেশ দু'টির কাছে। বিশেষ করে সাদিয়ো মানে সবার নজর কেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App