×

জাতীয়

শ্রীপুরে জঙ্গি সন্দেহে অভিযান, পিস্তল-বোমাসহ আটক ২

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ০৬:৫৩ পিএম

শ্রীপুরে জঙ্গি সন্দেহে অভিযান, পিস্তল-বোমাসহ আটক ২
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একটি দোতলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তি ও এক নারীকে আটক করেছে কাউন্টার টেরিরিজমের একটি দল। এ সময় তার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ওই ৪টি বোমা নিষ্ক্রিয় করে। রবিবার ভোরে এ অভিযান চালায় কাউন্টার টেরিরিজম ইউনিট। আটক আব্দুর রহমান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা জাকিয়াপাড়া গ্রামের মো হোসেন আলীর ছেলে। অপরদিকে ওই বাড়িতে স্ত্রী পরিচয়ে থাকা শামসুন্নাহার (২৮) নামে এক নারীকেও আটক করে শ্রীপুর থানা পুলিশ। শামসুন্নাহার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের মো. ফজলুল হকের মেয়ে। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশের হাবিলদার রফিকুল ইসলাম জানান, রবিবার ভোর আনুমানিক ৪টায় অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে তাকে মুঠোফোনে বাসার নিচে নামতে বলা হয়। নিচে এলে বাসার নিচ তলার ঘর তল্লাশি করার কথা বলে তাকে বাসায় (দোতলায়) চলে যেতে বলে। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি করে। পরে সকাল ৫টায় তাকে নিচ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানকে আটক করার কথা জানায় এবং তার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা পাওয়ার কথা জানিয়ে তাকে নিয়ে যায়। তবে পুলিশ তাকে একটি পিস্তল দেখিয়েছে এবং বোমাগুলো ভাড়াটিয়ার ঘরের ভেতর রেখে গেছেন বলে জানান। ঢাকা থেকে একদল পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করবেন বলেও পুলিশের ওই কর্মকর্তা তাকে বলেন। তিনি আরো জানান, পেশায় প্রাইভেটকার চালক আব্দুর রহমান স্ত্রী পরিচয়ে শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে সাড়ে তিন হাজার টাকায় তার নিচ তলার একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তবে স্থানীয় কোন রেন্ট-এ কার থেকে এবং কার প্রাইভেটকার ভাড়া নিয়ে চালাতেন তা তিনি জানাতে পারেননি। পুলিশ জানায়, কাউন্টার টেরিরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, ডিএমপি বোমা ডিসপোজাল ইউনিট পরিদর্শক মুমিন খান, বোম ডিসপোজাল ইউনিটের অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে কার্যক্রম শুরু করে। এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে আসেন। পরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ওই এলাকার লাইনের বিদ্যুৎ সরবরাহ্ বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিং করে এলাকাবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিতে দেয়। বেলা দুইটার দিকে প্রথম একটি বোমা ও পর্যায়ক্রমে আরো ৩টিসহ মোট ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তা নিস্ক্রীয় করা হয়। বেলা পৌনে তিনটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান সমাপ্ত করে ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App