×

আন্তর্জাতিক

তুরস্কে ভোটগ্রহণ চলছে, কঠিন পরীক্ষা এরদোগানের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ০৭:৩৩ পিএম

তুরস্কে ভোটগ্রহণ চলছে, কঠিন পরীক্ষা এরদোগানের
  তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। এক দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় (বাংলাদেশে সময় সন্ধ্যা ৮ টা) তা শেষ হওয়ার কথা রয়েছে। পাঁচ কোটি ৬০ লাখের বেশি বৈধ ভোটার এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে গত মাসে ৩০ লাখের বেশি অভিবাসী ভোটার ভোট দিয়েছেন। ভোট দিচ্ছেন রজব তাইয়্যেব এরদোগান ২০১৯ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু এরদোগান তা এগিয়ে এনেছেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগ ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে তা না হলে আগামী ৮ জুলাই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীরা দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে এরদোগান ২০১৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন। এছাড়া, গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত গণভোটে শতকরা ৫২ ভাগ ভোটার সাংবিধানিক পরিবর্তনের প্রতি সমর্থন জানান এবং এর ফলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতা গ্রহণের পথে সব রকমের বাধা দূর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App