×

খেলা

টিকে রইল চ্যাম্পিয়নদের স্বপ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ১১:০৪ এএম

টিকে রইল চ্যাম্পিয়নদের স্বপ্ন
টনি ক্রুসের শেষ মুহূর্তের দারুণ এক গোলে বিশ^কাপ স্বপ্ন টিকে থাকল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। গতকাল বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা বেশ ভালোভাবেই টিকে থাকল টমাস মুলারদের। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া জার্মানির সামনে গতকাল শনিবার সুইডেনের বিপক্ষে ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প ছিল না। মেক্সিকোর সঙ্গে প্রথম ম্যাচেই বড় ধরনের হোঁচট খায় বর্তমান চ্যাম্পিয়নরা। ড্র করলে বিশ^কাপে টিকে থাকার কিছুটা হলেও সম্ভাবনা থাকবে, আর হারলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিতে হবেÑ এমন কঠিন সমীকরণ সামনে রেখে গতকাল বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলতে নামে কোচ জোয়াকিম লোর দল। ম্যাচটি জার্মানির জন্য বাঁচা-মরার লড়াই হলেও সুইডেনের জন্য হিসেবটা তেমন জটিল ছিল না। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জার্মানিকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে এমন এক সমীকরণকে সামনে রেখেই রাতে বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া সুইডেন। রাশিয়ার অলিম্পিয়াস্কি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জার্মানি। টনি ক্রুস, মার্কো রয়েস, টমাস মুলারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয় বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা দলটির রক্ষণভাগের খেলোয়াড়দের। ম্যাচের তৃতীয় মিনিটেই জার্মানির দারুণ একটি সুযোগ নষ্ট করে দেয় সুইডেন। এ সময় ড্রাক্সলারের জোরালো শট পিঠ দিয়ে ঠেকিয়ে দেন গ্রানকভিসট। ম্যাচের ষষ্ঠ মিনিটে সুইডেনের মিডফিল্ডার এমিল ফর্সবার্গের দারুণ এক প্রচেষ্টা রুখে দেয় জার্মানির ডিফেন্ডাররা। এরপর ম্যাচের ১২তম মিনিটে জার্মান রক্ষণ ভেদ করে বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে যান বার্গ। কিন্তু ন্যুয়ার ও বোয়েটিংকে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। এরপর জার্মানি আক্রমণ করে এবং মাঝেমাঝে পাল্টা আক্রমণে ওঠে আসে স্ইুডেন এমন ম্যাচের ৩২ মিনিটে মাঝ মাঠে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ভুল পাসে বল পান সুইডেনের এক খেলোয়াড়। তিনি পাস দেন ফরোয়ার্ড ভিক্টর ক্লসনকে। দারুণ এক ক্রসে ভিক্টর ক্লসন বল পাঠান স্ট্রাইকার অলা তইভনেনের দিকে। অসাধারণ দক্ষতায় বুক দিয়ে বল নামিয়ে বুদ্ধিদীপ্ত শটে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে পরাস্ত করে সুইডেনকে এগিয়ে নেন তইভনেন। তবে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা জার্মানি দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই ফরোয়ার্ড মার্কো রয়েসের গোলে সমতায় ফেরে। এ সময় টিমো ভার্নারের নিচু ক্রসে বল মারিও গোমেজের পায়ে লেগে উঠে যায় এবং মার্কো রয়েসের পায়ে লেগে বল ঢুকে সুইডেনের জালে। সমতায় ফেরার পর এগিয়ে যাওয়ার জন্য মরিয়া জার্মানি আক্রমণের জোর আরো বাড়ায়। তবে একের পর এক আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৮১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বোয়েটিং মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জার্মানি। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সুইডেন। অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে (৯০+৫) মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে থেকে অসাধারণ শটে দুর্দান্ত এক গোল করে জার্মানিকে ২-১ গোলের জয় এনে দেন মিডফিল্ডার টনি ক্রুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App