×

জাতীয়

চট্টগ্রামে পৃথক অভিযান অস্ত্র ও মাদকসহ ১৪ জন গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ০৭:১৭ পিএম

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এর মধ্যে শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তারা গত পাঁচ বছরে প্রায় আড়াই হাজার বাসায় চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বশির (৪৫), জসিম উদ্দিন (৪৫), রুবেল (২৭), জসিম (৩৫), ওসমান গণি (২৯) এবং নারায়ণ বণিক (৬০)। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ছয় চোর জানিয়েছে, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বাসার গ্রিল কেটে চুরি করে। গত ১৩ জুন সদরঘাট থানার কবি নজরুল ইসলাম রোড এবং অভয় মিত্র ঘাটের বরফ গলিতে দুটি বাড়িতে গ্রিল কেটে চুরি হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পাওয়া যায়। তাদের কাছে চুরির বিভিন্ন সরঞ্জামও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে এসব চোর জানায়, ঈদ, দুর্গাপূজা, পহেলা বৈশাখ কিংবা যেসব উৎসবে সাধারণত বাসাবাড়ি তালাবদ্ধ থাকে সেই সময়গুলোকে তারা চুরির জন্য বেছে নেয়। এদিকে নগরীর পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৩০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- হাসান (২৬), নুরুল বশর (৩২) ও মুছা (১৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপপরিচালক শামীম আহমেদ বলেন, কাজীরদেউড়ি এলাকা থেকে আড়াই হাজার ইয়াবাসহ হাসানকে, নিউমার্কেট এলাকা থেকে দেড় হাজার ইয়াবাসহ নুরুল বশর এবং গতকাল সকালে নতুন রেলস্টেশন এলাকা থেকে ১ হাজার ৩০০ ইয়াবাসহ মুছাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ২৯০টি ইয়াবা এবং ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার দিবাগত রাত ১টার দিকে তক্তারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রফিক (৩৯) ও মকবুল (৪৫)। অপরদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে গন্ডামারা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- খলিলুর রহমান (২৮), ইসমাইল (২৫) ও এনামুল হক (২১)। বাঁশখালী থানার ওসি সালাউদ্দিন হীরা বলেন, একটি একনলা বন্দুক, দুটি এলজি, ১০ রাউন্ড তাজা কার্তুজসহ তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বহনকারী নাম্বার ছাড়া একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App