×

বিনোদন

কেমন গেলো তিশার ঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ১২:৩১ পিএম

কেমন গেলো তিশার ঈদ
এবারের ঈদে অভিনেত্রী তানজিন তিশা অভিনীত বেশকিছু নাটক টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। এই ঈদেই তানজিন তিশা সবচেয়ে বেশি নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত প্রচারিত বেশকিছু নাটক টেলিফিল্মের মধ্যে কয়েকটি নাটক টেলিফিল্মে তার অভিনয় আলোচনায় এসেছে। নির্মাতা হিসেবে শিহাব শাহীনের দর্শকের কাছে এক গ্রহণযোগ্যতা আছে। এবারের ঈদেও তিনি ‘এই শহরে কেউ নেই’ টেলিফিল্ম নির্মাণ করে দর্শকের প্রশংসা পাচ্ছেন। এই টেলিফিল্মে বগুড়া শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসা একজন সহজ সরল মেয়ে মিতির চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ। এটি প্রচারের পর থেকে মিতি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদেরে সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিশা। তিনি এই টেলিফিল্মে নিজেকে ভেঙেছেন। যারা নিয়মিত তার নাটকের দর্শক তারা নতুন এক তিশাকে পেয়েছেন ‘এই শহরে কেউ নেই’ টেলিফিল্মটিতে। শুধু এই টেলিফিল্মে নয় প্রচারিত নাটক টেলিফিল্মের মধ্যে বি ইউ শুভর ‘ভিতর বাহির’, মাবরুর রশীদ বান্নাহর ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’, ‘বোন’, ‘ছাত্র’, ‘হোম টিউটর’, ‘অমানুষ’ নাটক টেলিফিল্মে অভিনয়ের জন্যও দর্শকরা তিশার কাছে ইতিবাচক মন্তব্য করছেন। যেসব নির্মাতা তাকে নিয়ে কাজ করেছেন তারা জেনেশুনেই তানজিন তিশার সঙ্গে মানানসই চরিত্র নিয়েই কাজ করেছেন। তিশা জানান, নির্মাতাদের তার প্রতি আস্থাকে শ্রদ্ধা জানিয়ে তিনি অভিনয় করেছেন মনেপ্রাণে। আর তারই ফলস্বরূপতিশা তার প্রায় প্রতিটি কাজের জন্য সাড়া পাচ্ছেন। একজন অভিনেত্রী হিসেবে দর্শকের কাছ থেকে অভিনয়ের জন্য সাড়া পাওয়াটাই যেন সবচেয়ে বেশি ভালোলাগার, অনেক বড় অর্জনের। তানজিন তিশা বলেন, ‘এবারের ঈদের কাজগুলোর জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের ভালোবাসাই আমার আগামীর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। আমি নিজেকে অভিনয়ে আরো ভাঙতে চাই। একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবেই নিজেকে গড়ে তুলতে চাই। যারা আমার অভিনয়ের প্রতি আস্থা রেখে আমাকে নিয়ে কাজ করেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর সবার কাছে দোয়া চাই যেন আমি অভিনয়টা ভালোভাবে করে যেতে পারি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App