×

জাতীয়

উখিয়া থানার দালাল শিশু বড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ০৮:১৮ পিএম

অবশেষে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উখিয়া থানার দালাল, চাঁদাবাজ, ইয়াবা সেবনকারী প্রতারক ও মামলাবাজ শিশু বড়ুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। আজ রবিবার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ৩৭ জন মানুষ লিখিত এই অভিযোগটি করেন। বিতর্কিত এই দালাল ও প্রতারক পূর্বরত্না গ্রামের মৃত বুচারাম বড়ুয়ার ছেলে। অভিযোগে জানা যায়, শিশু বড়ুয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে ধান্ধাবাজিসহ উখিয়া ভূমি অফিসে দালালি করে আসছিলেন। ভূমি অফিসের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে জমির বিভিন্ন কাজ সম্পাদন করে দেবেন বলে তিনি মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে ভূমি অফিসে বিক্ষোভ ও প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তাকে ভূমি অফিস থেকে বিতাড়িত করে। তবে কিছু দিন যেতে না যেতে উখিয়া থানার সামনে দোকান খুলে নিজেকে আবার থানার মুন্সী দাবি করেন তিনি। পুলিশ অফিসারদের চার্জশিট লেখার দায়িত্ব পেয়েছেন বলে পুলিশের নাম ভাঙিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার কাজ শুরু করলে প্রতারণার শিকার হতে থাকেন সাধারণ মানুষ। শিশু বড়ুয়ার সঙ্গে ইয়াবা সেবনকারীদের দহরম মহরম সম্পর্ক রয়েছে। এ ছাড়াও নিজেকে এলাকায় ডিবি পুলিশসহ থানা পুলিশের সোর্স দাবি করে মানুষকে জিম্মি করে ফায়দা লুটেন তিনি। সাধারণ মানুষ ও প্রবাসীকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে জিম্মি করে ফাঁদে বসিয়ে আটক বাণিজ্য করেন তিনি। অবশেষে ভুক্তভোগী গ্রামবাসী তার অত্যাচার সহ্য করতে না পেরে কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App