×

খেলা

রাতে উইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিলেন টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০১:৫৩ পিএম

রাতে উইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিলেন টাইগাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার রাতে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি রওনা করে। প্রথমে দুবাইয়ে যাবে টাইগাররা। সেখানে বিরতির পর দ্বিতীয় ট্রানজিট হিসেবে ব্যবহৃত হবে নিউইয়র্ক। সেখানে দলের সাথে যোগ দিবেন সাকিব আল হাসান। এরপর নিউইয়র্ক থেকে টাইগাররা সরাসরি চলে যাবেন উইন্ডিজের অ্যান্টিগায়। এই সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন না খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই বোর্ড পরিচালক যাবেন না ওয়েস্ট ইন্ডিজ। তার জায়গায় ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার সাব্বির খানকে। যদিও ভিসা জটিলতার কারণে রাতে দলের সঙ্গী হতে পারেননি সাব্বির খান। ভিসা প্রাপ্তি সাপেক্ষেই উড়াল দিবেন তিনি। তার অবর্তমানে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। টেস্ট দলে থাকলেও ভিসা জটিলতার কারণে গতকাল রাতে উড়াল দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। আগামীকাল রবিবার তার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা হয়ে গেলেই চলে যাবেন তিনি। ভিসা পেতে বিলম্ব হচ্ছে আরিফুল হকেরও। তবে টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ায় তার ভিসা পাওয়ার দেরি কোনো সমস্যা নয়। আগামী ২৭-২৮ জুন অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ৪ জুলাই। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১২ জুলাই। ২২, ২৫, ২৮ জুলাই স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৩১ জুলাই সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টি। ৪ ও ৫ আগস্ট ফ্লোরিডায় দ্বিতীয়, তৃতীয় টি- টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App