×

খেলা

মেক্সিকোর আরেকটি দারুণ জয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ১০:৫৯ পিএম

মেক্সিকোর আরেকটি দারুণ জয়
বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে আরেক ধাপ এগিয়ে গেছে উত্তর আমেরিকার দেশটি। প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে মেক্সিকো। প্রথম ম্যাচে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছিল ১-০ গোলে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সুইডেন। জার্মানি ও দক্ষিণ কোরিয়া কোনো পয়েন্ট পায়নি। রোস্তভ অ্যারেনায় শনিবার ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া শিবিরে আক্রমণ শানিয়েছে মেক্সিকো। ২৬ মিনিটে গোলের দেখায় পায় তারা। বক্সের ভেতর জাপানের ডিফেন্ডার জাং হায়ুন-সো হ্যান্ডবল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সফল স্পট-কিকে মেক্সিকোকে লিড এনে দেন কার্লোস ভেলা। এই নিয়ে এবারের বিশ্বকাপে ২৮ ম্যাচে পেনাল্টি হলো ১৪টি, যা ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের চেয়ে একটি বেশি! এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি হয়েছিল ২০০২ সালের টুর্নামেন্টে (১৮টি)। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাভিয়ের হার্নান্দেজ। হিরভিং লোজানোর বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। মেক্সিকোর প্রথম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করলেন হার্নান্দেজ। যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। ডি বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের জোরালো শট বাঁক খেয়ে জাল খুঁজে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App