×

খেলা

বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে গোলের পর গোল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৬:৪৬ পিএম

বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে গোলের পর গোল
  ছয় মিনিটে পেনাল্টি থেকে ইডেন হ্যাজার্ডের গোল। এরপর ১৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন রোমেলো লুকাকু। তারপর দুই মিনিট যেতে না যেতেই একটি গোল পরিশোধ করে দিয়েছেন তিউনিসিয়ার ফরোয়ার্ড ব্রন। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠা ম্যাচটিতে ২-১ গোলে এগিয়ে রয়েছে তিউনিসিয়া। ম্যাচের শুরুতে ৬ মিনিটে তিউনিসিয়ার ডিফেন্ডার ডি-বক্সের ভেতর হ্যাজার্ডকে অবৈধ ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিতে বিন্দুমাত্র ভুল করেননি চেলসির ফরোয়ার্ড। এরপর ১৬ মিনিটে মার্টেন্সের পাস থেকে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন লুকাকু। এই নিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা স্ট্রাইকার। বেলজিয়াম একাদশ : থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, দ্রেদ্রিক বয়োতা, ইয়ান ভেট্রোনঘেন, থমাস মুনিয়ের, আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু। তিউনিসিয়া একাদশ : ফারুক বেন মুস্তাফা, (গোলরক্ষক), ইয়াসিনে মেরিয়াহ, সিয়াম বেন ইউসেফ, আলি মালুল, দাইলান ব্রন, ফেরজানি সাসি, ইলিয়াস সিকিরি, আনিস বাদ্রি, ফাখরেদ্দিন বেন ইউসেফ, সাইফেদ্দিন খায়োয়ি, ওয়াহবি খাজরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App