×

খেলা

বাফুফেতে ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত

Icon

মাসউদ

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ১১:১৯ পিএম

বাফুফেতে ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত

ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাফুফের ক্রেস্ট উপহার দেয়া হয়।

বাংলাদেশের ব্রাজিল রাষ্ট্রদূত জায়ো তাবাজারা অলিভিয়েরা জুনিয়র শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় সভায় মিলিত হন। বিশ্বকাপ ফুটবল ক্রেজ উপলক্ষে ওই মতবিনিময় সভায় ব্রাজিল থেকে আগত সাংবাদিক মিকায়েল ফক্স, ক্লিটন কনসেরিয়ানি ও দূতাবাসের কালচারাল সেকশনের কর্মকর্তা আইগার তাবারেস উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও ব্রাজিল দলের বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধতার কথা উল্লেখ করেন। এ উপলক্ষে বাংলাদেশে ব্রাজিলের সমর্থকদের নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি এবং পরবর্তীতে তা সারা বিশ্বে প্রচার করার উদ্যোগ নেয়ার কথা জানান তারা। ব্রাজিল রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল সব সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে। সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানে বাফুফে সদস্য, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়, সাধারণ সম্পাদক, কোচেস এডুকেশন কো-অর্ডিনেটরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূতকে ফুল দিয়ে বরণ ও বাফুফের ক্রেস্ট উপহার দেয়া হয়। রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ শেষে সোনালী অতীত ক্লাব পরিদর্শন ও সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App