×

পুরনো খবর

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরিষার তেলের তেহারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০২:২৪ পিএম

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরিষার তেলের তেহারী
উপকরণ: গরুর মাংস - ১ কেজি ( ছোট ছোট পিস করা ) পোলার চাল - ১/২ কেজি ধনিয়া - ১ tbsp জিরা  - ১ tbsp জায়ফল-জয়ত্রী - ১ tbsp লাল মরিচ - ১/২ tbsp এলাচ - ৩ টি দারুচিনি - ২ টি তেজপাতা - ১ টি আদা বাটা - ২ tbsp রসুন বাটা - ২ tbsp সরিষা বাটা -২ tbsp টক দই - ২ tbsp পিয়াজ বেরেস্তা - ১ কাপ চাল বাদে সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে রাখ তে হবে ১ ঘন্টা মিনিমাম। না হইলে সারারাত রাখলেও ভালো। এরপর মাংস চুলায় দিয়া খুব ভালো করে কাসাতে হবে। পোলাও রান্না করতে হবে সরিষার তেল দিয়ে।  পানি শুকায় আসতে থাকলে তাতে রান্না করা মাংস দিয়া দিমে ভাপে দিয়ে দিতে হবে। ***ঘন্টা খানিক পর নামে নিয়ে গরম গরম পরিবেশন করুন তেহারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App