×

খেলা

নেইমারের কান্নায় চিন্তিত ব্রাজিল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৭:৩০ পিএম

নেইমারের কান্নায় চিন্তিত ব্রাজিল
কোস্টারিকার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোলের স্বাদ পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিলিপে কুতিনহো এবং নেইমার গোল করে ব্রাজিলকে মূল্যবান জয় উপহার দেন। রেফারি শেষ বাঁশি বাজালে কান্নায় ভেঙে পড়েন নেইমার। প্রথমে দাঁড়িয়ে, পরে বসে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন দীর্ঘক্ষণ। নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি পিএসজির ফরোয়ার্ড। সতীর্থরা তাকে সান্ত্বনাও দিয়ে যান মাঝে। নেইমারের কান্নায় চিন্তিত ব্রাজিল। ব্রাজিলের সবচেয়ে বড় ব্লগ ডু মেনন লিখেছে, ‘নেইমারের কান্না ব্রাজিলের জন্য বড় খবর।’ বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ম্যাচের পর এভাবে কাঁদবেন, তা বিশ্বাস করতে পারছিলেন না কেউ। ব্লগে আরো লেখা হয়েছে, ‘এটা চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় চিত্র। নেইমার একাকি আর্তনাদ করছে! এটা একজন ফুটবল খেলোয়াড়ের কান্না। এই কান্না তারাই বুঝবে যারা খেলাটাকে ধারন করে।’ তবে এ কান্নার কি ভিন্ন কোনো অর্থ আছে? ব্রাজিলের সবচেয়ে বড় পত্রিকা ও গ্লোব বিষয়টিকে বড় ইস্যু বানিয়েছে। তাদের মূল আর্টিকেলে ছিল নেইমারের কান্না। প্রতিবেদনের শিরোনাম, ‘বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের পর এই কান্না কি স্বাভাবিক? একটি দলের মানসিক শক্তি প্রদর্শন করা প্রয়োজন, দুর্বলতা নয়। ভনিতা নাকি সত্যিই কাঁদছিলেন নেইমার। যদি সত্যিই কেঁদে থাকেন তাহলে এটা ব্রাজিলের জন্য চিন্তার বিষয়। এটা হতে পারে সমস্যাগ্রস্থ অস্থিরতা অথবা পুরো ম্যাচে নেইমার যে আত্মমুগ্ধতায় ভুগেছে, তারই একটি নিদর্শন।’ চোট থেকে ফিরে দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো করেছিলেন নেইমার। দুটি ম্যাচেই পেয়েছিলেন গোল। বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। কোস্টারিকার বিপক্ষে ম্যাচেও নিজেকে ফিরে পাননি। সহজ সুযোগগুলো নষ্ট করেছেন। ফুটবলের অন্যতম বড় তারকা হয়েও নিজের স্বাভাবিক খেলা খেলতে না পারায় হতাশ ছিলেন। তাই ম্যাচ শেষে নিজের যন্ত্রণা বেরিয়ে আসে ওই কান্নায়। তবে ম্যাচ শেষে নিজের কান্না’কে স্বাভাবিক বলেছেন নেইমার। কোস্টারিয়ার বিপক্ষে মহামূল্যবান জয়ে সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন, ‘সবাই জানে না, ওখানে খেলতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমি খুশিতে কেঁদেছি। জয়ের জন্য কেঁদেছি। আমার জীবনে সবকিছু সহজ ছিল না। এখনো সহজেই কিছু হচ্ছে না। স্বপ্নটা এখনো জীবিত। সতীর্থদের পারফরম্যান্সের জন্য ধন্যবাদ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App