×

জাতীয়

নিজস্ব স্থায়ী কার্যালয়ে আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ১১:১৪ এএম

নিজস্ব স্থায়ী কার্যালয়ে আ.লীগ
আজ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ থেকে নিজস্ব ভবনে যাত্রা শুরু করতে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দলটি। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নিজস্ব ভবন পেল দলটি। দৃষ্টিনন্দন ও আধুনিক সব সুযোগ সুবিধাসম্পন্ন ২৩, বঙ্গবন্ধু এভিনিউর নতুন ১০ তলা ভবনটি এখন আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। ৮ কাঠা জায়গার ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে বিশ^মানের ভবনটি। পুরো কার্যালয়টি থাকবে ওয়াইফাই জোনের আওতায়। আজ সকাল ১০টায় কেক কাটার মধ্য দিয়ে নতুন এ ভবনে দলীয় কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলীয় সভাপতি শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেবেন। উদ্বোধন শেষে সভাপতিমন্ডলী, যুগ্ম সম্পাদকসহ অন্য নেতা ও সহযোগী সংগঠনগুলোর জায়গা নির্ধারণ করে দেবেন শেখ হাসিনা। নতুন ভবন উদ্বোধনের পর আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম চলবে ২৩, বঙ্গবন্ধু এভিনিউর এ কার্যালয় থেকে। আর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলের নির্বাচনী কার্যক্রম ও সিআরআইসহ দলের অন্যান্য সংস্থার গবেষণামূলক কর্মকাকান্ড পরিচালিত হবে। গতকাল সরেজমিন দেখা গেছে, কার্যালয়ের সামনে স্টিলের বড় অক্ষরে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। পাশেই দলীয় প্রতীক নৌকা। সবার উপরে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এরপর রয়েছে মুক্তিযুদ্ধ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল। দুই পাশ কাচ দিয়ে ঘেরা। কার্যালয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য রাখা হয়েছে সুপরিসর কক্ষ। দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। এ ছাড়া রয়েছে ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন। ভবনটির দুই পাশ কাচ দিয়ে ঘেরা। এ ছাড়া দুটি স্বতন্ত্র কার পার্কিং, একাধিক লিফট, সিঁড়ি ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। জানা গেছে, ভবনটির ছয় বা সাততলা পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে। ভবনটির সামনের দেয়ালজুড়ে দলের সাইনবোর্ডসহ দলীয় শ্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, চার মূলনীতি খোদাই করে লেখা। ভবনের সামনে-পেছনে ছেড়ে দেয়া জায়গায় হবে বাগান। এ ভবনের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। উদ্বোধন শেষে আজ বেলা ১১টায় শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এতে দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, জাতীয় কমিটি, সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। এ ছাড়া দলের সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভায় মেয়ররাও অংশ নেবেন বিশেষ এ বর্ধিত সভায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App