×

বিনোদন

টিভি পর্দায় নয়, ইউটিউবে নাটক দেখছে দর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০১:৪৭ পিএম

টিভি পর্দায় নয়, ইউটিউবে নাটক দেখছে দর্শক
‘টেলিভিশনে নাটক প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই যখন ইউটিউবে দেখা যাচ্ছে নাটক তখন টেলিভিশনে বসে নাটক দেখার জন্য আর অপেক্ষা কেন? ইউটিউবে বসেই দেখবো নাটক।’ এভাবেই নিজের ফেসবুকে লিখলেন একজন তরুণ নির্মাতা। তার এই কথার মাঝে ক্ষোভ নাকি বাস্তবতার প্রতিফলন ঘটল সেটা জানা যায়নি। তবে এখন টেলিভিশন সেটের চাইতে ইউটিউবই হয়ে উঠেছে নাটক দেখার জনপ্রিয় প্লাটফর্ম। টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের সঙ্গে কথা বলেও জানা গেছে, তারা এখন নাটক প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ইউটিউবে আপলোড দিচ্ছেন। সেখানেই দর্শক বেশি দেখছেন নাটক। কেউ কেউ শুধু ইউটিউব কেন্দ্রিকই নির্মাণ করছেন নাটক। এবারের ঈদে সব মিলিয়ে পাঁচ শতাধিক নাটক তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে প্রচার হয়েছে। তরুণ নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘টেলিভিশনে নাটক প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে সেটি যখন ইউটিউবে প্রচার হয়ে যাচ্ছে তখন দর্শক আর টেলিভিশনে দেখার জন্য অপেক্ষা করছে না। এতে করে দর্শক কিন্তু টেলিভিশন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। টেলিভিশনের অনুষ্ঠান বিভাগই কিন্তু দর্শককে ইউটিউবের দিকে ঠেলে দিচ্ছে। ইউটিউবে নাটক প্রচারের ফলে অনেক বেশি দর্শক সেটি দেখছে, এটা যেমন সত্য। আবার এটাও সত্য যে দর্শক টেলিভিশনের পর্দা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর নির্মাতা হিসেবে আমি বলবো, ইউটিউবে নাটক প্রচারের কারণে নির্মাতাদের কোনো লাভ হয় না। কারণ নাটক যখন টেলিভিশন চ্যানেলের কাছে বিক্রি করে দেয়া হয়, তারপর পুরো বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষের। তারা ইউটিউবে আপলোড করতে গিয়ে সেখান থেকে কিছু অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। নির্মাতাদের জন্য এটুকু অনেক বেশি পজেটিভ যে, ইউটিউবে অনেক বেশি দর্শক নাটকটি দেখার সুযোগ পাচ্ছেন। টেলিভিশনের চাইতে অনেক বেশি দর্শক নাটকটি ইউটিউবে দেখছেন।’ ইউটিউবে নাটক দেখার আনন্দটা অন্যরকম বলে মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অপু মেহেদী। তিনি বলেন, ‘টেলিভিশনে বিজ্ঞাপন যন্ত্রণার কারণে তো নাটকই দেখা যায় না। নাটকের সময় ব্যাপ্তি যদি থাকে ৪০ মিনিট, সেখানে ২৫ মিনিটই বিজ্ঞাপন প্রচার হয়। ইউটিউবে একসঙ্গে বসে পুরো নাটক দেখা যায়। এবারের ঈদের বেশ কিছু নাটক দেখেছি ইউটিউবে। টেলিভিশন কর্তৃপক্ষকে বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে সতর্ক হতে হবে। না হলে, দর্শক ইউটিউবেই নাটক দেখবে। এতে করে ইউটিউব কেন্দ্রিকই নাটক নির্মিত হবে। টেলিভিশন চ্যানেলগুলো দর্শক হারাবে।’ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব এই প্রসঙ্গে বলেন, ‘তরুণদের মধ্যে ইউটিউব দেখার প্রবণতা বেশি। কিন্তু পরিবারের বাবা-মা বা বয়স্ক যারা তারা কিন্তু টেলিভিশনেই নাটক দেখছেন। তবে বিষয়টি নিয়ে আরো বিস্মৃত পরিসরে আলোচনা হওয়া জরুরি।’ ইউটিউবে প্রচারের ফলে টেলিভিশনের পর্দায় নাটকের দর্শক কমছে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞ ইশতিয়াক আহমেদ রাসেল। তিনি বলেন, ইউটিউবে নাটক প্রচারের মাধ্যমে অর্থ উপার্জনের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। ফলে টিভি চ্যানেলগুলো এখন তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে নাটক প্রচার করছে। এতে করে দর্শক টিভি পর্দা থেকে ইউটিউবে চলে যাচ্ছে। আর ইউটিউবে নাটক দেখার সময় বিজ্ঞাপন যন্ত্রণা নেই। কিন্তু টিভিতে একটু পরপরই বিজ্ঞাপনের কারণে নাটক দেখে বিরক্ত হন দর্শক। এখন তো শুধু ইউটিউবে প্রচারের জন্যই নাটক এবং বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে। আবার ইউটিউবে অর্থ উপার্জনের বিষয়টি ভিউয়ার বেশি হওয়ার ওপর নির্ভর করে। ফলে ভিডিও নির্মাণের ক্ষেত্রে ‘দর্শক হিট’ ব্যাপারটি নির্মাতাদের মাথায় বেশি কাজ করে। যার ফলে অনেক আজেবাজে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করা হচ্ছে। ইউটিউব এখন বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও দেখার প্লাটফর্ম। এই প্লাটফর্মকে ভালো কিংবা মন্দভাবে ব্যবহার করাটা আমাদের চিন্তার সঙ্গে সম্পর্কযুক্ত। সঙ্গে রয়েছে অর্থনৈতিক প্রলোভন। এসব বিষয় মাথায় রেখে ইউটিউবকে কীভাবে ব্যবহার করা হবে, তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করা যাবে কিনা? সেটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App