×

জাতীয়

গাজীপুর নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৬:৪২ পিএম

গাজীপুর নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএন‌পি অন্য তিন সি‌টি নির্বাচ‌নে অংশ নে‌বে কি না, তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর নির্ভর করছে ব‌লেও জানান তি‌নি। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে বাংলা‌দেশ ইয়ুথ ফোরাম না‌মের এক‌টি সংগঠন। মওদুদ আহমদ বলেন, গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির অসম্ভব জনসমর্থন রয়েছে। এই নির্বাচন হলো সরকার ও নির্বাচন কমিশনের জন্য টেস্ট। যদি খুলনা স্টাইলে নির্বাচন করা হয় তার পরিণতি হবে ভয়ঙ্কর। তি‌নি ব‌লেন, গাজীপুর নির্বাচনের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে বাকি তিনটি সিটি নির্বাচনে আমরা অংশ নেব কি না। কারণ, সময় এসেছে প্রতিরোধের। নির্বাচনের আর মাত্র আর চার মাস বাকি। আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'এখন প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। অন্যায়, অবিচার, জুলুম নির্যাতনের প্রতিরোধের সময় এসেছে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। সেজন্য এই আন্দোলন। কোনো বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে যেতে এই আন্দোলন নয়।’ মওদুদ আহমদ ব‌লেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা হারাতে চাইবে না। কারণ, তারা যে অন্যায় করেছে সবকিছু ধরা পড়ে যাবে। সে ভয়ে তারা নির্বাচন বানচাল করতে পারে। তাই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন। তাকে নিয়েই আমরা নির্বাচন করব। নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তার জন্য আমাদের ঐক্য গড়ে তুলতে হবে।’ আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এ‌তে আ‌রো বক্তব্য দেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App