×

তথ্যপ্রযুক্তি

কত সময় আপনি ফেসবুকে, জানাবে নতুন ফিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০১:৪২ পিএম

কত সময় আপনি ফেসবুকে, জানাবে নতুন ফিচার
ফেইসবুকে কতোটা সময় ব্যয় করা হলো তা জানাতে ইয়োর টাইম অন ফেইসবুক নামে একটি ফিচার আনতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। জেন মানচ্যাঙ নামে এক প্রকৌশলী ফেইসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপ এই ফিচারের কোডটি শনাক্ত করেন। এর আগে অ্যাপলও একটি ফিচার এনে ব্যবহারকারীদের কম্পিউটার ও স্মার্টফোনে কাটানো সময়ের হিসাব দেখানোর ঘোষণা দিয়েছে। আগের সপ্তাহের প্রতিটি দিন কতোখানি সময় ব্যয় করা হয়েছে ফিচারটিতে তা দেখা যাবে। দিনে গড়ে কতোখানি সময় অ্যাপটিতে ব্যয় করা হয়েছে তাও দেখা যাবে। এতে থাকা ডেইলি রিমাইন্ডার অপশনটির মাধ্যমে ফেইসবুকে থাকার সময় সীমাও নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারীরা। নির্ধারিত সময় পার হলে তা নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে। ফিচারটি নিয়ে ফেইসবুক এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে। কবে এটি ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হবে তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App