×

বিনোদন

ঈদের পর জমজমাট নাট্যাঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০১:৫২ পিএম

ঈদের পর জমজমাট নাট্যাঙ্গন
ঈদের ছুটির পর আবারো জমে উঠেছে রাজধানীর নাটকপাড়া খ্যাত জাতীয় নাট্যশালা। গত বৃহস্পতিবার, ২১ জুন থেকে নাট্যশালায় শুরু হয়েছে নাটকের প্রদর্শনী। এ দিন সন্ধ্যায় থিয়েটারওয়ালা রেপার্টরি ‘জবর আজব ভালোবাসা’ নাটকের প্রদর্শনী করে নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ অবলম্বনে নাটকটির গল্প তৈরি হয়েছে। এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনী। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। মঞ্চে তিনটি চরিত্র রূপায়ণ করেন প্রাঙ্গণেমোর নাট্যদলের রামিজ রাজু, নাট্যকেন্দ্রের সঙ্গীতা চৌধুরী ও থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন। এই নাটকের নির্দেশক সাইফ সুমন বলেন, ঈদ উৎসবের রেশ ধরেই আমরা নাটকটির মঞ্চায়ন করছি। আমাদের প্ল্যান ছিল ঈদের পরদিন নাটকটি করব। কিন্তু জাতীয় নাট্যশালা ঈদের ছুটিতে বন্ধ থাকার কারণে ২১ জুন শো করতে হয়েছে। এটি একটি বিনোদনমূলক নাটক। ঈদ আনন্দকে পরিপূর্ণ করতে মঞ্চায়িত হয়েছে ‘জবর আজব ভালোবাসা’। ঈদ উৎসবের আমেজ নিয়েই আজ শনিবার, ২৩ জুন সন্ধ্যায় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ম্যাড থেটার প্রযোজিত নাটক ‘নদ্দিউ নতিম’। এই নাটকের নির্দেশক আসাদুল ইসলাম বলেন, দর্শকদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতেই ঢাকার মঞ্চে ম্যাড থেটারের এই আনন্দ আয়োজন। এ দিন নাটকটির ৪২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ‘নদ্দিউ নতিম’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। আগামী ২৫ জুন, সোমবার সন্ধ্যায় ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক ‘মর্ষকাম’। আনিকা মাহিনের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৯তম প্রযোজনা। ২০১৬ সালের ১ নভেম্বর প্রথম মঞ্চে আসে নাটকটি। এ দিন সন্ধ্যায় (২৫ জুন) এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘বনমানুষ’। ইউজিন ও নীল রচিত ‘দ্য হেয়ারি এপ’ নাটকটি ‘বন মানুষ’ নামে নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকের গল্প গড়ে উঠেছে জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরে এমন কয়েকজন শ্রমিককে ঘিরে। এটি প্রাচ্যনাটের ২৭তম প্রযোজনা হিসেবে নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। নাটকটির কোরিওগ্রাফি করেছেন পারভিন সুলতানা কলি, মঞ্চ ও আলোক পরিকল্পনা এ বি এস জেম। ২৬ জুন সন্ধ্যায় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘হাছনজানের রাজা’। মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে এ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। শাকুর মজিদের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। ২৮ জুন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। সাঁওতালদের জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং সংগ্রামের চিত্র নিয়ে ‘রাঢ়াঙ’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এ দিন সন্ধ্যায় নাট্যশালায় মঞ্চায়িত হবে দেশ নাটক প্রযোজনা ‘নিত্যপুরাণ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। ২৯ জুন নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে বটতলা প্রযোজিত নাটক ‘খনা’। সামিনা লুৎফা নিত্রার লেখা এই নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App