×

আন্তর্জাতিক

আইএসের ৪৫ সদস্য নিহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৯:১৬ পিএম

আইএসের ৪৫ সদস্য নিহত
সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) নেতাদের এক বৈঠকে বোমা হামলা চালিয়েছে ইরাক। এতে গোষ্ঠিটির ৪৫ সদস্য নিহত হয়েছে। শনিবার ইরাকি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হাজিন শহরে আইএসের নেতারা বৈঠক করছিল। এ-১৬ যুদ্ধবিমানগুলো তিনটি বাড়ি ধ্বংস করেছে। নিহতদের মধ্যে আইএসের যুদ্ধমন্ত্রী, গণমাধ্যম বিষয়ক আমির, আইএস নেতা বাগদাদির বার্তাবাহক ও পুলিশ প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছে। ইরাকি সেনাবাহিনীর যৌথ অপারেশন্স কমান্ড বলেছে, ‘ইরাকি এফ-১৬ যুদ্ধবিমানগুলো সিরিয়া অঞ্চলের হাজিনে সফলভাবে দায়েশের নেতাদের ওপর হামলা চালিয়েছে। অভিযানে প্রায় ৪৫ জঙ্গিসহ সম্পূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। ইরাকের বিস্তৃর্ণ অঞ্চল আইএসের দখলে ছিল। গত বছর মূল ঘাঁটিসহ আইএসকে উৎখাত করতে সক্ষম হয় ইরাকি বাহিনী। তবে এখনো সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আইএসের ঘাঁটি থাকায় একে নিজেদের দেশের জন্য হুমকি বলে মনে করছে ইরাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App